• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • রণবীরের বাবা হচ্ছেন অক্ষয় খান্না !

রণবীরের বাবা হচ্ছেন অক্ষয় খান্না !

পরিচালক রাজকুমার হিরানি রণবীর কাপুরকে সঙ্গে তৈরি করতে চলেছেন সঞ্জয় দত্তের বায়োপিক ! সে খবর তো বেশ পুরনো ৷ এমনকী,

পরিচালক রাজকুমার হিরানি রণবীর কাপুরকে সঙ্গে তৈরি করতে চলেছেন সঞ্জয় দত্তের বায়োপিক ! সে খবর তো বেশ পুরনো ৷ এমনকী,

পরিচালক রাজকুমার হিরানি রণবীর কাপুরকে সঙ্গে তৈরি করতে চলেছেন সঞ্জয় দত্তের বায়োপিক ! সে খবর তো বেশ পুরনো ৷ এমনকী,

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: পরিচালক রাজকুমার হিরানি রণবীর কাপুরকে সঙ্গে তৈরি করতে চলেছেন সঞ্জয় দত্তের বায়োপিক ! সে খবর তো বেশ পুরনো ৷ এমনকী, বাজারে এসেছিল এই ছবি শুরুর আগেই নাকি রণবীরের সঙ্গে সঞ্জয় দত্তের মধ্যে অল্প করে বচসাও শুরু হয়েছিল ৷ তবে সে সব খবরকে পাশে রেখে, হিরানির এই ছবি নিয়ে নতুন খবর হল, ছবিতে সঞ্জয় দত্তের বাবার চরিত্রে দেখা যেতে পারে অক্ষয় খান্নাকে !

  মুম্বই মিরর-এ প্রকাশিত খবর অনুযায়ী, সঞ্জয় দত্তের বায়োপিকে অক্ষয় খান্নাকেই ভাবা হচ্ছে সুনীল দত্তের চরিত্রে ৷ এমনকী, হিরানির সঙ্গে অক্ষয় খান্না ছবির চিত্রনাট্য নিয়ে আলোচনও করেছেন ৷

  এর আগে অক্ষয় খান্নাকে দেখা গিয়েছিল বরুণ ধাওয়ান, জন আব্রাহামের ছবি ‘ঢিশুম’-এ ৷ এই ছবিতে অক্ষয় খান্না ছিলেন খলনায়কের ভূমিকায়৷ তার আগে নায়ক হিসেবে ‘গলি গলি মে চোর হ্যায়’ তে অভিনয় করেছিলেন অক্ষয় খান্না !

  First published: