ছবির প্রচারে গিয়ে এমন এক ব্যক্তির খোঁজ পেলেন অক্ষয়, যার ভিডিও শেয়ার না করে পারলেন না, দেখুন

Last Updated:

Akshay Kumar Film Raksha Bandhan: গিয়েছিলেন ছবির প্রচারে সকলের মন জয় করতে, তবে তাঁর নিজের মনই ভরে গেল৷ এতটাই আবেগ তাড়িত হলেন অভিনেতা অক্ষয় কুমার যে সেই পছন্দের ভিডিও সকলের সঙ্গে ভাগ না করে পারলেন না৷

#নয়াদিল্লি: মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের ছবি রক্ষাবন্ধন৷ ছবির রিভিউ খুবই নেতিবাচক৷ তবে ছবির প্রচারে কোনও ত্রুটি রাখেননি ছবির তারকারা৷ এই ছবির মূল কাণ্ডারী অক্ষয় কুমার৷ এই ছবির প্রচারে গিয়ে এমন এক ঘটনার সাক্ষী হলেন তিনি, যার প্রচারও করে ফেললেন নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে৷
গিয়েছিলেন ছবির প্রচারে সকলের মন জয় করতে, তবে তাঁর নিজের মনই ভরে গেল৷ এতটাই আবেগ তাড়িত হলেন অভিনেতা অক্ষয় কুমার যে সেই পছন্দের ভিডিও সকলের সঙ্গে ভাগ না করে পারলেন না৷ এক ব্যক্তি মঞ্চে উঠে নাচলেন প্রাণ খুলে৷ অক্ষয়ের ছবি গুড নিউজ-এর গান কে সৌদা খরা খরা-র সঙ্গে নাচলেন সেই ব্যক্তি৷ সামনে ছিলেন অক্ষয় স্বয়ং৷ তিনিও সঙ্গত দিলেন৷ তবে সেই ব্যক্তি বিশেষভাবে সক্ষম৷ যার পা নেই৷ আর সেই ভাবেই তিনি নাচলেন মঞ্চ জুড়ে৷ গানের তালে তালে৷ এবং সেই নাচে ছিল না কোনও ত্রুটি৷ দেখে আপ্লুত হলেন অক্ষয় নিজেও৷ শারীরিকভাবে পিছিয়ে থাকা এই ব্যক্তি বহু মানুষের অনুপ্রেরণা হতে পারে বলছেন অক্ষয়৷ এরাই দেশের গর্ব, মত অক্ষয় কুমারের৷
advertisement
View this post on Instagram

A post shared by Akshay Kumar (@akshaykumar)

advertisement
advertisement
"অভিনেতা হিসেবে প্রচুর মানুষের সঙ্গে দেখা হয়, প্রতিদিন৷ কিছু মানুষের কথা আজীবন মনে থেকে যায়৷ বিনোদ ঠাকুর তেমন একজন৷ রক্ষাবন্ধন-এর প্রচারে দিল্লিতে গিয়ে দেখা হল৷ তোমার জীবনশক্তি বহু মানুষকে অনুপ্ররণা জোগাবে", লিখেছেন অক্ষয়৷
advertisement
মুক্তি পেয়েছে অক্ষয়ের ছবি রক্ষাবন্ধন৷ আনন্দ এল রাই পরিচালিত এই ছবি বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি৷ গল্প থেকে শুরু করে পরিচালনা একেবারেই পছন্দ হয়নি দর্শকদের৷ ফিল্ম রিভিউগুলিতে তেমনই ইঙ্গিত মিলছে৷ আপাতত দেখার, অক্ষয়ের অন্যান্য ছবির মতো কিছুটা হলেও কি ব্যবসা করতে পারে রক্ষাবন্ধন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
ছবির প্রচারে গিয়ে এমন এক ব্যক্তির খোঁজ পেলেন অক্ষয়, যার ভিডিও শেয়ার না করে পারলেন না, দেখুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement