অক্ষয় কুমার ২৬০কোটির প্রাইভেট জেটের মালিক? উত্তর দিলেন স্বয়ং

Last Updated:

Akshay Kumar : সাফ জানিয়ে দেন খিলাড়ি যে তাঁর সম্পর্কে লেখা মিথ্যা বলা চালিয়ে যাওয়া যাবে না আর

#মুম্বই: বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার রবিবার একটি সংবাদ প্রতিবেদনের উপর ক্ষোভ উগড়ে দেন। সেখানে তাঁরা দাবি করেছেন যে তিনি ২৬০ কোটি টাকার একটি ব্যক্তিগত জেটের মালিক। প্রতিবেদনটিকে একটি "ভিত্তিহীন মিথ্যা" বলে অভিহিত করেন ৫৫ বছর বয়সী অভিনেতা। সাফ জানিয়ে দেন তিনি তাঁর সম্পর্কে লেখা মিথ্যা বলা চালিয়ে যাওয়া যাবে না আর।
অক্ষয় তাঁর টুইটার পোস্টে ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন, "লায়ার, লায়ার, প্যান্টস অন ফায়ার! (মিথ্যেবাদি বোঝাতে ব্যবহৃত এক প্রবাদ) ছোটবেলায় শুনেছেন? ঠিক আছে, কিছু লোক স্পষ্টতই বড় হয়নি। আমি তাঁদের এটি থেকে দূরে সরে যেতে বলছিও না। আমার সম্পর্কে ভিত্তিহীন মিথ্যা লিখুন এবং আমি এটা চিৎকার করে বলব। এখানে, আপনার জন্য একটি প্যান্ট অন ফায়ার (পিওএফ) রত্ন দেওয়া উচিৎ। #POFbyAK"।
advertisement
advertisement
advertisement
অভিনেতা প্রতিবেদনের একটি স্ক্রিনশটও পোস্ট করেছেন যেখানে ছবিতে তাঁর বেলবটম সহ-অভিনেত্রী বাণী কাপুর এবং তিনি একটি প্রাইভেট জেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন। ছবির ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, "বিমানটির মূল্য প্রায় ২৬০ কোটি টাকা"।
প্রসঙ্গত, কানাডার নাগরিকত্ব ধারণ করার জন্য অক্ষয়কে প্রায়শই ইন্টারনেটে ট্রোলড করা হয়। বিশেষ করে অক্ষয় যখন কোনও জাতীয় কারণের প্রচার করেন তখন এই সমস্যাটি বেশি দেখা দেয়। অক্ষয় সম্প্রতি স্বীকার করেছেন যে তিনি কানাডার নাগরিকত্ব ধারণ করলেও তিনি ভারতে তাঁর কর পরিশোধ করেন। অক্ষয় বলেন, "তিনি একজন ভারতীয়, ভারতের এবং সর্বদা তাই থাকবেন।"
advertisement
তিনি বলেন যে তিনি এমন সময়ে কানাডার নাগরিকত্ব পেয়েছিলেন যখন তাঁর চলচ্চিত্রের কাজ বন্ধ হয়ে গিয়েছিল এবং তিনি কানাডায় যাওয়ার কথা ভাবছিলেন। অভিনেতা জানান, “কয়েক বছর আগেও আমার ছবিতে কাজ হতো না। প্রায় ১৪-১৫টি সিনেমায় কাজ হয়নি তাই আমি ভেবেছিলাম আমার সম্ভবত অন্য কোথাও চলে যাওয়া উচিত এবং সেখানে কাজ করা উচিত”।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অক্ষয় কুমার ২৬০কোটির প্রাইভেট জেটের মালিক? উত্তর দিলেন স্বয়ং
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement