গোটা বলিউড করলেও, অক্ষয়কে এসএমএস করলেন না হৃত্বিক !

Last Updated:

একেই বলে হয়তো বলিউডের বক্স অফিস লড়াই ৷ একদিকে অক্ষয় কুমারের ‘রুস্তম’ তো আরেক দিকে হৃত্বিক রোশনের ‘মহেঞ্জো দারো’ ৷

#মুম্বই: একেই বলে হয়তো বলিউডের বক্স অফিস লড়াই ৷ একদিকে অক্ষয় কুমারের ‘রুস্তম’ তো আরেক দিকে হৃত্বিক রোশনের ‘মহেঞ্জো দারো’ ৷ লড়াইটা যে জমিয়ে হবে সে কথা ঠিক ছিল আগে থেকেই ৷ তাই তো ছবির প্রোমোশনেও নানা ভাবে সে ইঙ্গিত দিয়েছিলেন অক্ষয় ও হৃত্বিক !
১৯৫৯ সালের বাস্তবের নানাবতী বিতর্ক নিয়ে তৈরি হয়েছে অক্ষয় কুমারের ‘রুস্তম’ ৷ অন্যদিকে ইতিহাসের পাতা থেকে ‘মহেঞ্জো দারো’কে তুলে এনে এক কল্পনার আঙ্গিক দিয়েছেন পরিচালক আশুতোষ গোয়ারিকর ৷ দুটো ছবিই একেবারে ভিন্ন ৷ তবুও যেহেতু দুটো ছবির স্টারকাস্ট শক্তপোক্ত ৷ তাই বক্স অফিস লড়াইটা যে জমিয়ে হবে তা আগে থেকেই ঠিক ছিল ৷
advertisement
তবে গল্পটা বক্স অফিস নিয়ে নয়, বরং বক্স অফিসের বাইরে ব্যক্তিগত দিক থেকে লড়াইয়ে মেতে উঠলেন হৃত্বিক ও অক্ষয় ৷ সম্প্রতি ‘রুস্তম’-এর সাফল্য নিয়ে মন্তব্য করতে গিয়ে অক্ষয় জানালেন, ‘আমি সিনেমার ব্যাপারে বক্স অফিস লড়াইকে কখনওই গুরুত্ব দিই না ৷ আমার মনে হয় দেওয়া উচিতও নয় ৷ কারণ, সব ছবি একে অপরের থেকে আলাদা ! রুস্তম ও মহেঞ্জো দারো দুটো ছবিই ভিন্ন ৷ আমার দিক থেকে কোনওরকম লড়াই ছিল না ৷ ’
advertisement
advertisement
অক্ষয় আরও বলেন, ‘রুস্তমের সাফল্য নিয়ে আমিও খুব চিন্তিত ছিলাম ৷ ভেবেছিলাম এই গল্পটা হয়তো দর্শক নেবে না ৷ তবে দর্শকদের ভালো লেগেছে দেখে আমি বেশ খুশি ৷’ সঙ্গে অক্ষয় বলেন, ‘গোটা বলিউড রুস্তম’ নিয়ে উচ্ছ্বসিত ৷ সবাই আমাকে এসএমএসে শুভেচ্ছা জানিয়েছে, সবাই নিজের নিজের মতো করে ‘রুস্তম’-এর প্রোমোশনও করেছেন ৷ সবাইকে ধন্যবাদ ৷ তবে হৃত্বিকের কাছ থেকে কোনও এসএমএস পাইনি ৷ পেলে ভালো লাগত ৷ ’
advertisement
বলিউড বক্স অফিসে জোর লড়াই ! একদিকে হৃত্বিকের ‘মহেঞ্জো দারো’, তো অন্যদিকে অক্ষয় কুমারের ‘রুস্তম’ ৷ ‘মহেঞ্জো দারো’তে উঠে আসবে হরপ্পা সভ্যতার ইতিহাস আর ১৯৫৯ সালের এক দাম্পত্য ঘেরা বিতর্ককে সিনেমার পর্দায় নিয়ে এসেছেন ‘রুস্তম’ ৷
শুক্রবারের বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, ‘মহেঞ্জো দারো’র তুলনায় ‘রুস্তম’ এগিয়ে ওপেনিংয়ের দিক থেকে ৷ শুক্রবারে ‘রুস্তম’ ওপনিং প্রায় ৪০ শতাংশ ৷ অন্যদিকে ‘মহেঞ্জো দারো’র ওপেনিং ২৫ শতাংশ !
advertisement
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘মহেঞ্জো দারো’ ও ‘রুস্তম’-এর ফিল্ম রিভিউ ৷ ‘মহেঞ্জো দারো’ নিয়ে উচ্ছ্বাস দর্শকের মধ্যে কম থাকলেও, ‘রুস্তম’ও নাকি খুব একটা খুশি করতে পারেনি দর্শকদের ৷ ফিল্ম সমালোচকরা বলছেন অক্ষয়ের ‘রুস্তম’ একঘেয়ে ৷ অন্যদিকে ‘মহেঞ্জো দারো’কে স্পেকটাকুলার ছবি হিবেসেই মনে করছেন সিনে মহল !
বাংলা খবর/ খবর/বিনোদন/
গোটা বলিউড করলেও, অক্ষয়কে এসএমএস করলেন না হৃত্বিক !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement