Akshay Kumar : পুজোর মাঝেই হঠাৎ গঙ্গায় ঝাঁপ অক্ষয়ের! বারাণসীর ঘাটে অভিনেতাকে দেখে অবাক ভক্তরা
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
Akshay Kumar : ছবি মুক্তির আগে পুজো প্রার্থনায় কোনও কমতি রাখছেন না অক্ষয়। আর তাই এবার বারাণসীতে গঙ্গার ঘাটে গিয়ে পুজো সারলেন অভিনেতা।
#বারাণসী: খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার অভিনীত ছবি সম্রাট পৃথ্বীরাজ। ছবি মুক্তির আগে পুজো প্রার্থনায় কোনও কমতি রাখছেন না অক্ষয়। আর তাই এবার বারাণসীতে গঙ্গার ঘাটে গিয়ে পুজো সারলেন অভিনেতা। সঙ্গে ছিলেন ছবির নায়িকা মানুষী ছিল্লারও। এর আগেও বেশ কিছু ছবি মুক্তির আগে নির্মাতা ও অভিনেতারা আজকাল পৌঁছে যান বারাণসীতে।
সেখানে যেমন ছবির প্রচার করেন। তার পাশাপাশি মহাদেবের কাছে প্রার্থনাও সেরে আসেন। ভুল ভুলাইয়া ২ এর প্রচারে অভিনেতা কার্তিক আরিয়ানও পৌঁছে গিয়েছিলেন বারাণসীতে। আর এবার নিজের ছবির প্রচারে গেলেন অক্ষয়। অভিনেতা নিজের ইনস্টাগ্রামে একটি ছবিও শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, একটি গোলাপি রঙের কুর্তা পরে, কপালে তিলক কেটে, হাতে প্রদীপ ও ফুলের থালা নিয়ে প্রার্থনা করছেন। ক্যাপশনে লিখেছেন, 'হর হর মহাদেব'।
advertisement
advertisement
advertisement
গঙ্গার তীরে বহু ভক্তের সমাগমের মাঝেই এবং পুরোহিতের উপস্থিতিতে পুজো করেন অক্ষয় ও মানুষী।তবে এখানেই শেষ নয়। হঠাৎই সকলকে অবাক করে কুর্তা পাজামা পরেই দিয়ে গঙ্গায় ডুব দেন অক্ষয়। এই ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মানুষীও এদিন বেশ কিছু ছবি শেয়ার করেন। তাঁর পরনে ছিল গোলাপি রঙের সালওয়ার কুর্তা।
advertisement
Just @akshaykumar things! 🤩🤩#AkshayKumar #samratPrithiviraj #varanasi pic.twitter.com/4EOZjViF86
— Puneri Akkians (@PuneAkkians) May 30, 2022
প্রসঙ্গত, আগামী ৩ জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সম্রাট পৃথ্বীরাজ। চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত এই ছবিতে এছাড়াও অভিনয় করেছেন সোনু সুদ, সঞ্জয় দত্ত, মানব ভিজ, আসুতোষ রাণা ও সাক্ষী তনওয়ার।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 31, 2022 1:06 PM IST