Ajay Devgn, Kajol, Tabu: গুঞ্জনই তবে সত্যি? ত্রিকোণ প্রেমে অজয়-টাবু-কাজল! এক ট্যুইটেই উথালপাথাল চারদিক

Last Updated:

সিনেমার পর্দার জুটিরা বাস্তবেও যদি সত্যি হত? তারকাদের অভিনয়ের গুণে পর্দার সঙ্গে বাস্তবের সূক্ষ্ম পার্থক্য কোথায় যেন হারিয়ে যায়৷ এক সময় বলিউডের অন্যতম সেরা জুটি ছিলেন অজয় দেবগণ এবং টাবু।

গুঞ্জনই তবে সত্যি? ত্রিকোণ প্রেমে অজয়-টাবু-কাজল! এক ট্যুইটেই উথালপাথাল চারদিক
গুঞ্জনই তবে সত্যি? ত্রিকোণ প্রেমে অজয়-টাবু-কাজল! এক ট্যুইটেই উথালপাথাল চারদিক
সিনেমার পর্দার জুটিরা বাস্তবেও যদি সত্যি হত? তারকাদের অভিনয়ের গুণে পর্দার সঙ্গে বাস্তবের সূক্ষ্ম পার্থক্য কোথায় যেন হারিয়ে যায়৷ এক সময় বলিউডের অন্যতম সেরা জুটি ছিলেন অজয় দেবগণ এবং টাবু। তাঁদের সম্পর্ক নিয়েও বলিপাডার অন্দরে ছিল জোর চর্চা৷ পরবর্তীতে কাজলের সঙ্গে অজয়ের বিয়ে হয়৷ দুই সন্তানকে নিয়ে দম্পতির সুখের সংসার৷ তা হলে আচমকা কী এমন হল যে, অজয় কাজল এবং টাবুর ত্রিকোণ প্রেম নিয়ে এত চর্চা হচ্ছে চারদিকে?
সম্প্রতি অজয়, কাজল এবং টাবুর সম্পর্কে একটি ট্যুইট ভাইরাল হয়েছে৷ শীতল নামের এক ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘‘অজয় দেবগণ এবং তব্বু একটি সম্পর্কে আছেন৷ অজয় নিজের প্রতিটি ছবিতে নায়িকা হওয়ার জন্য টাবুকে অনুরোধ জানান৷
advertisement
টাবুও খুব সাবধানে পা ফেলছেন৷ ছবিতে একসঙ্গে কাজ করছেন৷ যাতে কেউ সন্দেহ না করে৷ তবে, শেষমেশ কাজলের হাতে ধরা পড়ে যান৷ অজয়ের ফোনটা ধরেই কাজল বুঝে ফেলেন সবটা৷’’ এতদূর পড়ে কী আপনিও ভাবছেন এই ঘটনা সত্যি? আসল সত্যি লুকিয়ে আছে শীতলের লেখা ট্যুইটের শেষ লাইনে৷
advertisement
advertisement
শেষ লাইনে শীতল লিখেছেন, ‘এরপরেই আমার ঘুম ভেঙে গেল৷’ অর্থাৎ পুরো ঘটনাই তাঁর স্বপ্ন ছিল৷ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই ট্যুইট৷ অনেকেই ভেবে বসেন এ ঘটনা বোধহয় সত্যি৷ এক ব্যক্তি তো লেখেন, ‘পুরো ঘটনাতেই একটিই আশ্চর্য ব্যাপার হল, এক পুরুষ অভিনেতা নিজের সমবয়সী এক নারীর সঙ্গে সম্পর্কে আছেন৷’ বেশিরভাগ সকলেই পুরো ঘটনা সত্যি বলে মেনে নিয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ajay Devgn, Kajol, Tabu: গুঞ্জনই তবে সত্যি? ত্রিকোণ প্রেমে অজয়-টাবু-কাজল! এক ট্যুইটেই উথালপাথাল চারদিক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement