ভালবাসায় সব হয়! 'আগলেও' ধরে রাখতে পারলেন না প্রেয়সী ঐন্দ্রিলাকে, মাথা নুইয়ে জানালেন বিদায়...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral Video || Aindrila Sharma Sabyasachi Chowdhury: 'কতটা ভালোবাসলে সব্যসাচী হওয়া যায়?' সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় এই ক'দিন সেই প্রশ্নই বার বার ভেসে উঠেছে। আর আজ সব যুদ্ধের শেষেও যেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা বেঁচে আছেন, ওঁর লড়াই আর ওঁদের ভালোবাসায়। ঐন্দ্রিলা বেঁচে গিয়েছেন এক ভালোবাসার 'ফেয়ারিটেল' হয়ে।
#কলকাতা: 'কতটা ভালোবাসলে সব্যসাচী হওয়া যায়?' সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় এই ক'দিন সেই প্রশ্নই বার বার ভেসে উঠেছে। আর আজ সব যুদ্ধের শেষেও যেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা বেঁচে আছেন, ওঁর লড়াই আর ওঁদের ভালোবাসায়। ঐন্দ্রিলা বেঁচে গিয়েছেন এক ভালোবাসার 'ফেয়ারিটেল' হয়ে। বাঙালির ঘরে ঘরে এক অমর রূপকথার আখ্যান হয়ে যেন বেঁচে থাকবে ঐন্দ্রিলা-সব্যর প্রেম। আর সেই ঐন্দ্রিলার শেষ বিদায়ক্ষণের ছবিতেও তারই ছায়া ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে।
প্রেয়সী, পরম বন্ধু, এতদিনের এত হাসিকান্নার সাথী ঐন্দ্রিলার পা ছুঁয়ে প্রণাম জানিয়েছেন শোকাতুর সব্যসাচী। আদর-সোহাগে কপালে এঁকে দিয়েছেন টিপ। এতদিনের এত কঠিন সময়ে পাশে থাকা বন্ধু আজও সহযাত্রী ঐন্দ্রিলাকে তাঁর শেষযাত্রার প্রতি মুহূর্তে আঁকড়ে ধরে থেকেছেন শক্ত করে। 'ভালোবাসা' ছোট্ট এই শব্দকে বার বারই আবেগ ভুলতে বসা, গতির এই কঠিন পৃথিবীকে নতুন করে এই ক'দিন চিনিয়েছেন সব্যসাচী চৌধুরী। যেমন চিনিয়েছিলেন ঐন্দ্রিলার ক্যান্সার জয়ের প্রতি মুহূর্তের যুদ্ধে তাঁর পাশে থেকে।
advertisement
advertisement
'সব্যসাচীর ভালবাসার শক্তিই আবার ফেরাবে ঐন্দ্রিলাকে', জিতবে শুধুই প্রেম! দৃঢ় বিশ্বাস তৈরি হয়েছিল ঐন্দ্রিলার অনুরাগীদের মধ্যেও। বিজ্ঞানের হিসেবে নিকেশ গুলিও যাচ্ছিল যেন চিকিৎসকদেরও! আক্ষরিক অর্থেই 'জবাব' দিয়ে দেওয়া 'মৃত্যুশয্যা' থেকে 'অমরত্বের প্রত্যাশা' জাগিয়ে ঘুরে দাঁড়িয়েছিলেন ঐন্দ্রিলা।
advertisement
সেদিন চোখের সামনে 'মিরাকেল' দেখে বুকে ভরসা জমেছিল প্রিয় মানুষটিরও। আশায় বুক বেঁধেছিলেন মা-বাবা-দিদি, বন্ধুরা। কিন্তু শেষরক্ষা হল না। নিয়তির কাছে বোধহয় হার মানতে হয় প্রেমকেও। তবে হার মানা হার মেনে নিয়েও সব্যসাচী ঐন্দ্রিলার ভালোবাসা কোথাও একটা জিতে গিয়েছে। ভালোবাসার হাত শক্ত হয়েছে কোথাও, ওঁদের ভালোবাসার আলো ধিকিধিকি জ্বলেছে সবার মনে। যে মন হয়ত অস্ফুটে বলে উঠেছে,
advertisement
“হাতের উপর হাত রাখা খুব সহজ নয়
সারা জীবন বইতে পারা সহজ নয়
এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে
সহজ কথা ঠিক ততটা সহজ নয়।"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 20, 2022 10:26 PM IST