'মনে হচ্ছে, খুব কাছের কেউ চলে গেল', ঐন্দ্রিলার মৃত্যুতে ভেঙে পড়েছেন ঊষসী
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
ফিনিক্স পাখির মতো ফিরে এসেও জীবন-মৃত্যুর দড়ি টানাটানিতে হেরে গেলেন ২৪ বছরের অভিনেত্রী।
#কলকাতা: ঘরের মেয়ে ঘরে ফিরুক।
হাসপাতালের বিছানায় শুয়ে যখন লড়াই চালাচ্ছিলেন ঐন্দ্রিলা শর্মা, তখন তাঁর জন্য এমনই প্রার্থনা করছিলেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। কিন্তু শেষমেশ তা হল কই! ফিনিক্স পাখির মতো ফিরে এসেও জীবন-মৃত্যুর দড়ি টানাটানিতে হেরে গেলেন ২৪ বছরের অভিনেত্রী।
কথা হারিয়েছেন ঊষসী। এখন শুধু ঐন্দ্রিলাকে শেষ বার দেখার অপেক্ষা। "আমি জানি না এই মুহূর্তে ঠিক কী বলব। ঐন্দ্রিলাকে খুব বেশি চিনতাম না। বরং সব্যসাচীর সঙ্গে আমার অনেক দিনের আলাপ। মেয়েটার চলে যাওয়া নিয়ে আমার কিছুই বলার নেই। মনে হচ্ছে, কোনও এক আপনজনকে হারালাম", কথা বলতে গিয়ে গলা ভারী হয়ে এল পর্দার জুন আন্টির।
advertisement
advertisement
আরও পড়ুন : ডাক্তার বলেছিল, 'আর মাত্র ৬ মাস', আশঙ্কা উড়িয়ে সেই ঐন্দ্রিলাই হয়ে উঠেছিলেন ফিনিক্স পাখি
রবিবার দুপুর ১২.৫৯-এ প্রয়াত ঐন্দ্রিলা। মাত্র ২৪-এই থেমে গেল তাঁর পথ চলা। রেখে গেলেন ঘনিষ্ঠ বন্ধু সব্যসাচী চৌধুরী, মা, বাবা এবং দিদিকে। আচমকাই মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছিল তাঁর। অস্ত্রোপচারও করা হয়। তার পর এক সপ্তাহে একাধিক বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। হাসপাতালের বিছানায় শুয়ে দীর্ঘ লড়াই চালালেও শেষ রক্ষা হল না। ডাক্তারদের সব প্রচেষ্টা ব্যর্থ করে অকালেই থেমে গেল তাঁর পথ চলা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 20, 2022 3:07 PM IST