দিব্যা ভটনাগরের মৃত্যু নিয়ে ব্যবসা করছেন দেবলীনা, অভিযোগ অভিনেত্রীর স্বামীর !

Last Updated:

দিব্যার পরিবারও গগনের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানান। এর পর মুখ খোলেন দিব্যার স্বামী গগন।

#মুম্বই: সোমবারই বলিউড (Bollywood) তোলপাড় হয়েছে ছোটপর্দার জনপ্রিয় নায়িকা দিব্যা ভটনাগরের (Divya Bhatnagar) মৃত্যুতে। মাত্র ৩৪ বছরে সবাইকে বিদায় জানিয়েছেন দিব্যা, সেটা নিঃসন্দেহেই মর্মান্তিক ব্যাপার। পাশাপাশি, তাঁর মৃত্যুর কারণ যে করোনা (Coronavirus), সেটাও আতঙ্কের আবহ তৈরি করেছে পরিচিত এবং ভক্তদের মধ্যে।
সব মিলিয়ে প্রিয় বন্ধুর এই অকালপ্রয়াণে ভেঙে পড়েছিলেন ছোট পর্দার আর এক জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। বন্ধুর করোনার কারণে মৃত্যুতে তিনি শোক প্রকাশ তো করেই ছিলেন। সেই সঙ্গে অভিনেত্রী আরও একটি বিষয় নিয়ে মুখ খোলেন। প্রিয় বন্ধুর জন্য সুবিচারের দাবিতে সরব হয়েছেন দেবলীনা। তাঁর পোস্টে বলছেন, যে দিব্যা তাঁর স্বামীর কাছে নিয়মিত পারিবারিক হিংসার (Domestic Viloence) শিকার হতেন! দেবলীনার দাবি- গগন গাবরু (Gagan Gabru) দিব্যার ভালোমানুষির সুযোগ নিয়েছিলেন। ভালোবাসার অভিনয় করে তিনি দিব্যাকে বিয়েতে রাজি করান! দিব্যাও সেই ফাঁদে পা রাখেন, পরিবারের অমতে বিয়ে করেন গগনকে!
advertisement
এর পরেই ধীরে ধীরে গগনের স্বরূপ প্রকাশ পায়! তিনি নিয়মিত দিব্যাকে মারধর করতেন, তাঁর সব গয়নাও কেড়ে নিয়েছিলেন! স্বামীর এই অত্যাচার দিব্যাকে মানসিক দিক থেকে সম্পূর্ণ ভেঙে দিয়েছিল, দাবি করেছেন দেবলীনা। দেবলীনা আরও জানিয়েছেন যে গগনের ক্রিমিনাল রেকর্ডও রয়েছে! সিমলা (Shimla) পুলিশ স্টেশনে গগনের নামে ধর্ষণের (Molestation) অভিযোগ জমা হয়েছিল, ছয় মাস জেলও খাটতে হয়েছিল তাঁকে। এখনও সেই মামলা চললছে, তার নিষ্পত্তি হয়নি! নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল মারফত দেবলীনা দাবি তুলেছেন যে অসুস্থতার সময়ে স্ত্রীর পাশে একবারের জন্যেও এসে দাঁড়াননি গগন! এ কথা জানাজানি হওয়ার পরই শোরগোল শুরু হয়। দিব্যার পরিবারও গগনের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানান। এর পর মুখ খোলেন দিব্যার স্বামী গগন।
advertisement
advertisement
advertisement
সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন, সেখানে গগন বলেছেন, "লজ্জা হওয়া উচিত দেবলীনার। কোথায় ছিলেন ইনি এতদিন? হঠাৎ দিদি বোন বন্ধু বলে কান্নাকাটি শুরু করলেন? দিব্যা আমার স্ত্রী। সে নেই আমি এটাই এখনও বিশ্বাস করে উঠতে পারিনি। আর আপনি ব্যবসা শুরু করলেন দিব্যাকে নিয়ে? নিজের প্রচারের জন্য দিব্যার মৃত্যুকে কাজে লাগাচ্ছেন। আমাদের মধ্যে কেমন সম্পর্ক ছিল, তা আর কেউ জানলো না, আপনি জেনে বসে আছেন? লজ্জা হওয়া উচিত।" এই ভিডিওটে দিব্যাকে নিয়েও কথা বলেন গগন। ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়।
advertisement
advertisement
এর সঙ্গে তিনি কয়েকটি ভিডিও শেয়ার করেন ইনস্টাতে। সেখানে তিনি লেখেন, এটা ছিল আমার দিব্যা। যারা বলছেন আমি তাঁকে মারতাম, গালি দিতাম, অত্যাচার করতাম, তারা দেখুন এই ভিডিওগুলো। এর পর নিশ্চয় আপনাদের লজ্জা হবে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দিব্যা ভটনাগরের মৃত্যু নিয়ে ব্যবসা করছেন দেবলীনা, অভিযোগ অভিনেত্রীর স্বামীর !
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement