বাহুবলিকে হারাতে এবার আসছে রামায়ণ ও শিবাজি!

Last Updated:

মুক্তির ১০ দিনের মধ্যেই বাহুবলি-র ঝুলিতে হাজার কোটি ! আজ অবধি কোনও ভারতীয় ছবি গোটা বিশ্বে এরকম সাফল্য পায়নি৷ তাই এবার বাহুবলির রেকর্ড ভাঙতে কোমর বেঁধে নেমে পড়েছেন প্রায় সব

#চেন্নাই: মুক্তির ১০ দিনের মধ্যেই বাহুবলি-র ঝুলিতে হাজার কোটি ! আজ অবধি কোনও ভারতীয় ছবি গোটা বিশ্বে এরকম সাফল্য পায়নি৷ তাই এবার বাহুবলির রেকর্ড ভাঙতে কোমর বেঁধে নেমে পড়েছেন প্রায় সব পরিচালকই ! এই যেমন দক্ষিণীর জনপ্রিয় পরিচলাক আল্লু অরবিন্দ, এবার তৈরি করতে চলেছেন রামায়ণ ৷ আর শোনা যাচ্ছে আলু অরবিন্দের এই রামায়ণ তৈরি হবে ৫০০ কোটি টাকা খরচ করে ৷
শুধু তাই নয়, রাজা মৌলির বাহুবলি যেমন দু’ভাগে মুক্তি পেয়েছিল, তেমনি রামায়ণ ছবিটিকেও ৩ ভাগে তৈরি করার কথা ভাবছেন আল্লু অরবিন্দ ৷ সাংবাদ মাধ্যমকে আল্লু অরবিন্দ জানিয়েছেন, ‘রামায়ণ আমাদের মহাকাব্য ৷ এর মধ্যে সিনেমার দারুণ উপাদান রয়েছে ৷ একটু বড়ভাবে যদি ভাবা যায়, তাহলে খুব ভালো সিনেমা তৈরি হতে পারে রামায়ণ নিয়ে !’
advertisement
তবে শুধু আল্লু অরবিন্দ নয়, বাহুবলির চিত্রনাট্যকর বিজয়েন্দ্র এবার হাত দিতে চলেছে তাঁর নতুন ছবিতে ৷ আর এবার তিনি শিবাজিকে জীবনকেই পর্দায় তুলে আনতে চান ৷ বিজয়েন্দ্র-র কথায়, ‘শিবাজির মতো সাহসী মানুষ ভারতীয় ইতিহাসে খুবই কম আছে ৷ তাই শিবাজি-র গল্পকেই তুলে আনতে চাই পর্দায় ৷ ’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাহুবলিকে হারাতে এবার আসছে রামায়ণ ও শিবাজি!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement