Surongo Film: এ বার দুই বাংলা কাঁপানো ছবি ‘সুড়ঙ্গ’-মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে

Last Updated:

Suranga Film: ফলে নতুন একটি অভিজ্ঞতা হতে চলেছে দর্শকদের৷

কলকাতা: এ বার অনলাইনে দেখা যাবে আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’৷ অনলাইন প্ল্যাটফর্ম চরকিতে এই ছবিটি দেখা যাবে৷ অর্থাৎ ফোন, কম্পিউটারে এই ছবি এ বার েদখা যাবে৷ শুধু দেখা যাবে এমনই নয়, এ বার এই ছবির এক্সটেন্ডেড ভার্সান দেখা যাবে ফোনে৷ অর্থাৎ বড় পর্দায় বাদ পড়া ছবির অনেক দৃশ্য এ বার দেখা যাবে স্মার্ট ফোনেই৷ সূত্র মারফত খবর মিলেছে, ১০ মিনিটের বেশি নতুন দৃশ্য যুক্ত করা হয়েছে৷ ফলে নতুন একটি অভিজ্ঞতা হতে চলেছে দর্শকদের৷
পরিচালক রাফির সিনেমা এমনিতেই দুই বাংলাতেই তরঙ্গ তৈরি করেছিল৷ বাংলাদেশের ছবি মুক্তি পেয়েছিল ভারতেও৷ তেমন সাফল্য না পেলেও নিশোর অভিনয় সর্বত্রই প্রশংসিত হয়েছে৷ শুধু বাংলাদেশেই নয়, বিদেশেও বিপুল সমাদৃত হয়েছিল এই ছবি৷ রাফীর এই ছবি ইলেকট্রিশিয়ান মাসুদের গল্প৷ সে ভাল বেসে বিয়ে করে ময়নাকে৷ তার পর তাঁদের সাংসারিক জীবনে অশান্তি শুরু হয়৷ তার পর বিপুল অর্থ উপার্জনের জন্য ভয়ানক পরিকল্পনা করে ফেলে সে৷
advertisement
advertisement
বড় পর্দায় এই প্রথমবারের জন্য দেখা গিয়েছে নিশোকে৷ তাঁর অভিনয় নিঃসন্দেহে নজর কেড়েছে সকলের৷ আর সেই ছবিই এ বার দেখা যাবে চরকিতে৷ তিনি বাংলাদেশের সংবাদমাধ্যমে জানিয়েছেন, ৪০ দিন ধরে শুটিং করেছিলাম৷ আমাকে দর্শকরা ছবিটির জন্য বরাবর উৎসাহিত করেছেন৷ এ বার ‘সুড়ঙ্গ’ মুক্তি পাবে চরকিতে৷ আপনারা সকলেই দেখুন৷’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Surongo Film: এ বার দুই বাংলা কাঁপানো ছবি ‘সুড়ঙ্গ’-মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement