Aditya Roy Kapur: 'শরীর দেখাতেই হবে বলিউডে', বিস্ফোরক আদিত্য রায় কাপুর

Last Updated:

Aditya Roy Kapur: আশিকি ২ ছবি খ্যাতি এনে দিয়েছে আদিত্যকে। তবে তারও আগে তিনি ছিলেন চ্যানেল ভি-র ভিডিও জকি।

আদিত্য রায় কাপুর
আদিত্য রায় কাপুর
মুম্বই: শরীর প্রদর্শনই কি শেষ কথা! শো-বিজ দুনিয়ায় অন্তত তেমনটাই রীতি, কার্যত স্বীকার করে নিলেন অভিনেতা আদিত্য রায় কাপুর। সম্প্রতি সংবাদ মাধ্যমে এক আলাপচারিতায় তিনি জানিয়েছেন, কর্মজীবনের একেবারে শুরু থেকেই তিনি দেহ প্রদর্শন করছেন।
আশিকি ২ ছবি খ্যাতি এনে দিয়েছে আদিত্যকে। তবে তারও আগে তিনি ছিলেন চ্যানেল ভি-র ভিডিও জকি। কর্মজীবনের শুরুর দিনগুলিতেও শরীর প্রদর্শন করতে হয়েছে বলে দাবি করেছেন তিনি। তাঁর মতে শরীর প্রদর্শন ভিজ্যুয়াল মাধ্যমে কাজ করার একটি অঙ্গ। ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানিয়ে আদিত্য বলেন, প্রথম দিকের কাজে একটি শার্টলেস প্রোমো শুট করা হয়েছিল। তিনি বলেন, ‘আমি চ্যানেল ভি-এ ভিজে হিসাবে কাজ করেছি কেরিয়ারের শুরুতে। ভিজে আদিত্যর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে প্রোমো তৈরি হয়েছিল সেখানে গোয়ার আগোন্ডা বিচে আমি শার্ট খুলে ফেলেছিলাম। আমার কেরিয়ারের শুরু থেকেই এটা হয়ে এসেছে।’
advertisement
আরও পড়ুন: সানি দেওলের সুন্দরী স্ত্রী চিরকাল রহস্যময়ী, কেন? কী করেন পূজা? স্বামীর কীর্তি জেনে গিয়েই এমন সিদ্ধান্ত!
‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’-র তারকা একথাও স্বীকার করেছেন, তাঁর সুগঠিত শরীরের জন্য এখনও কোনও প্রভাব পড়েনি স্বাস্থ্যে। তিনি নিজের কঠোর ডায়েট করেন না বলে দাবি করেন। বরং ইচ্ছে মতো খাওয়াদাওয়া করতে চেষ্টা করেন। তবে চরিত্রের প্রয়োজনে শরীর গড়ে নিতে তিনি প্রস্তুত, এমনটাই জানিয়েছেন।
advertisement
advertisement
একেবারে প্রথম দিকে আদিত্যর বেশ কয়েকটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তাঁর কেরিয়ার গ্রাফ বেশ গোলমেলে সেকথা বলাই যায়। কিন্তু আদিত্য বিশ্বাস করেন প্রাথমিক ওই সংগ্রামই তাঁকে প্রস্তুত করেছে।
আরও পড়ুন: আপনার মৃত্যুদিন কবে? নির্ভুল ভাবে জানিয়ে দেয় বিড়াল! চিনুন আশ্চর্য অস্কারকে
কীভাবে ব্যর্থতার সময় নিজেকে সামলেছেন, সেকথা বলতে গিয়ে আদিত্য বলেন, তিনি যেকোনও ফলাফলে খুব কম প্রভাবিত হন। খুব জোর দিয়েই নেতিবাচক চিন্তাভাবনাকে দূরে সরিয়ে রাখেন। যদিও তিনি স্বীকার করেছেন এমন অনেক সময় এসেছে যখন নিজের উপরই সন্দেহ তৈরি হয়েছে। কিন্তু তিনি তখনই নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।
advertisement
সম্প্রতি শোভিতা ধুলিপালা এবং অনিল কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অদিত্য ডিজনি+ হটস্টারের শো দ্য নাইট ম্যানেজার-এ। তারপর ‘মেট্রো ইন ডিনো’-তে তিনি জুটি বাঁধবেন সারা আলি খানের সঙ্গে, অনুরাগ বসু।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aditya Roy Kapur: 'শরীর দেখাতেই হবে বলিউডে', বিস্ফোরক আদিত্য রায় কাপুর
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement