Sushant Singh Rajput: অভিশপ্ত এই ফ্ল্যাটেই মৃত্যু হয় সুশান্ত সিং রাজপুতের... অবশেষে তা কিনে নিলেন 'এই' বলিউড অভিনেত্রী
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Sushant Singh Rajput: প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যুর আগে পর্যন্ত যে ফ্ল্যাটে থাকতেন, সেই ফ্ল্যাটটি নিয়েও কম জলঘোলা হয়নি।
মুম্বই: বছর তিনেক আগে মর্মান্তিক ভাবে মৃত্যু হয় বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্তের। তাঁর মৃত্যুর পর জলঘোলা হয়েছে প্রচুর। তাঁর অনুরাগীরা আজও মেনে নিতে পারেননি প্রিয় তারকার আত্মহত্যার ঘটনা। সুশান্তের আকস্মিক প্রয়াণে চলচ্চিত্র জগতেও শোকাহত করেছে। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যুর আগে পর্যন্ত যে ফ্ল্যাটে থাকতেন, সেই ফ্ল্যাটটি নিয়েও কম জলঘোলা হয়নি। তবে শোনা যাচ্ছে সেই আবাসনটি কিনছেন অভিনেত্রী অদা শর্মা।
advertisement
advertisement
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য নিয়ে আজও ধোঁয়াশা । সত্যিই কি আত্মহত্যা নাকি পরিকল্পনা মাফিক খুন? এই নিয়ে সকলের মনে দানা বেঁধেছে হাজারো জল্পনা। তারপর থেকে সুশান্তের আবাসনও কেউ কিনতে চাননি। কিন্তু আদৌ কি অদা কিনছেন সেই আবাসন। অভিনেত্রীর কথায়, ‘যখনই সবটা নিশ্চিত হবে আমি মিডিয়ার সঙ্গেই সবার আগে শেয়ার করব। সবাইকে ডেকে মিষ্টিও খাওয়াব যদি সত্যিই এমন কিছু হয়।’ তবে বিষয়টিকে একেবারে গুজব বলে উড়িয়েও দেননি তিনি।
advertisement
মৃত্যুর প্রথম দিন থেকেই মুম্বই পুলিশ সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছেন। সিবিআই-এর হাতে সুশান্তের মৃত্যু মামলার ভার গেলেও স্পষ্ট জানা যায়নি এটা আত্মহত্যা নাকি খুন। সুশান্তের মৃত্যুর সঙ্গে কারা জড়িত, কী হয়েছিল সেইদিন, পুরো বিষয়টা নিয়ে মুখে কুলুপ এটেছে সিবিআই আধিকারিকরা। এমনকী সুশান্তের পরিবারের পক্ষ থেকেই তার মৃত্যুকে আত্মহত্যা নয় বলেই দাবি করেছেন। হাজারো জল্পনার মধ্যেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুজট খুলছে না।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 27, 2023 11:35 AM IST