Soumitrisha Kundu: 'কালরাত্রি'ই কাল হল সৌমিতৃষার! দাদার বউয়ের-এর সঙ্গে চরম ঘনিষ্ঠ স্বামী, তারপর...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Soumitrisha Kundu: সৌমিতৃষার কালরাত্রির যেন কাল হল৷ নায়িকার স্বামী রুদ্র এবং রাই ঘনিষ্ঠ হয় সেই কালরাত্রির রাতেই৷ এরপর কী হবে দেবীর?
কলকাতা: টলিউড অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুকে নিয়ে দর্শকদের উত্তেজনা সর্বদাই তুঙ্গে৷ দর্শকরা দীর্ঘদিন ধরে তাঁর ওয়েব সিরিজের জন্য অপেক্ষায় ছিলেন৷ জনপ্রিয় ধারাবাহিক মিঠাই-এর নায়িকাকে বড় পর্দায় দেবের বিপরীতে দেখার পর থেকে দর্শকদের আগ্রহ দ্বিগুণ বেড়েছে৷
এবার ওয়েব সিরিজে দেখা যাবে সৌমিতৃষাকে৷ হইচইয়ের ওয়েব সিরিজ কালরাত্রি-তে দেখা যাবে টলি নায়িকাকে৷ সম্প্রতি ওয়েব সিরিজের ট্রেলার প্রকাশ্যে এসেছে৷ যেখানে নববধূর রূপে দেখা গিয়েছে নায়িকাকে৷ যার নাম দেবী৷ তার স্বামীর নাম রুদ্র৷ বিয়ের পর শ্বশুরবাড়িতে পা রাখতেই দেবীর মনে হয় সংসারটা যেন এক অদ্ভুত৷ স্বামীর সঙ্গে জা-এর সঙ্গে সম্পর্কটা যেন স্বাভাবিক নয়৷ পুরো ঘটনাটা বধূবরণের সময়েই ফুটে ওঠে৷
advertisement
advertisement
advertisement
সৌমিতৃষার কালরাত্রির যেন কাল হল৷ নায়িকার স্বামী রুদ্র এবং রাই ঘনিষ্ঠ হয় সেই কালরাত্রির রাতেই৷ এবং নিজের শ্বশুরকেও অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থাতে দেখে ফেলে৷ এবং এরই মাঝে খুন হয় রুদ্র৷ বিয়ে হতে না হতেই কে খুন করল রুদ্রকে? পুরো পরিবারই সন্দেহের তালিকায় থাকে৷ তারপরই তদন্তে আসে পুলিশ৷ এরপর কী হবে দেবীর?
advertisement
আরও পড়ুন-আঁতুড় কাটতেই বিরাট ভোলবদল…! মেয়ের থেকে দূরে গিয়ে এটা কী করলেন শ্রীময়ী? দেখলে চমক উঠবেন
সোশ্যাল মিডিয়ায় ট্রেলার আসতেই মুহূর্তে তা ভাইরাল হয়েছে৷ ট্রেলার শেয়ার করে লেখা হয়েছে-‘সানাইয়ের পরিবর্তে শোনা যাচ্ছে কান্নার আওয়াজ, আর উলুর পরিবর্তে চিৎকার! আলতার বদলে আছে রক্ত, আর আত্মীয়দের মধ্যে রহস্য!দেবীর অশুভ বিবাহতে আমন্ত্রণ জানানো হচ্ছে সকলকে’। ওয়েব সিরিজ কালরাত্রি পরিচালনা করেছেন অয়ন চক্রবর্তী। মুখ্য ভূমিকায় দেবীর চরিত্রে সৌমিতৃষা কুণ্ডু এবং রুদ্রর চরিত্রে ইন্দ্রাশীষ রায়কে দেখা যাবে । এছাড়াও এই সিরিজে দেখা যাবে রূপাঞ্জনা মিত্র, সৈরীতি বন্দ্যোপাধ্যায়, রাজদীপ গুপ্ত, অনুজয় চট্টোপাধ্যায়-সহ আরও অনেককেই। ৬ ডিসেম্বের থেকে হইচই ওয়েব প্ল্যাটফর্মে প্রিমিয়ার হবে কালরাত্রি৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 24, 2024 5:18 PM IST