#মুম্বই: রীতিমতো হইহই করে বিয়েটা সেরে ফেললেন অভিনেত্রী কাজল আগরওয়াল ও গৌতম কিচলু ৷ গোলাপি রঙের পোশাকে কাজল-গৌতম নজর কেড়েছিলেন সবার ৷ হলদি অনুষ্ঠান থেকে বিয়ে ৷ সবেতেই বউয়ের সাজে প্রশংসা পেয়েছেন কাজল৷
বিয়ে মানেই নতুন জীবনের শুরু ৷ বিয়ে মানেই নতুন দায়িত্ব ৷ অভিনেত্রী কাজলও সাধারণের এই নিয়ম থেকে বাদ পড়েননি ৷ যতই ক্যামেরার সামনে হাসি-খুশি ছবি দেন না কেন, কাজলের মনের ভিতর যে টেনশনে দুরু দুরু তা কিন্তু নজরে এসেছে ৷View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Kajal-agarwal