হোম /খবর /বিনোদন /
পিছনে ঝুলছে বিয়ের ঘাঘড়া, বাথরোব পরে বসে আছেন কাজল, চোখে-মুখে কীসের টেনশন ?

পিছনে ঝুলছে বিয়ের ঘাঘড়া, বাথরোব পরে বসে আছেন কাজল, চোখে-মুখে কীসের টেনশন ?

রীতিমতো হইহই করে বিয়েটা সেরে ফেললেন অভিনেত্রী কাজল আগরওয়াল ও গৌতম কিচলু ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: রীতিমতো হইহই করে বিয়েটা সেরে ফেললেন অভিনেত্রী কাজল আগরওয়াল ও গৌতম কিচলু ৷ গোলাপি রঙের পোশাকে কাজল-গৌতম নজর কেড়েছিলেন সবার ৷ হলদি অনুষ্ঠান থেকে বিয়ে ৷ সবেতেই বউয়ের সাজে প্রশংসা পেয়েছেন কাজল৷

বিয়ে মানেই নতুন জীবনের শুরু ৷ বিয়ে মানেই নতুন দায়িত্ব ৷ অভিনেত্রী কাজলও সাধারণের এই নিয়ম থেকে বাদ পড়েননি ৷ যতই ক্যামেরার সামনে হাসি-খুশি ছবি দেন না কেন, কাজলের মনের ভিতর যে টেনশনে দুরু দুরু তা কিন্তু নজরে এসেছে ৷তবে হ্যাঁ, বিয়ের আউটফিটে নয় ৷ বরং বিয়ের ঠিক আগে হোটেলের রুমে ৷ একেবারে একা বসে কাজল অল্প হলেও, চিন্তিত হয়েছিলেন ৷ এই চিন্তা অবশ্য কম-বেশি সবারই হয় ৷ ইংরেজিতে যাকে বলে প্রি-ওয়েডিং টেনশন ! হ্যাঁ, কাজলের সেই অবস্থাই ঘটেছিল ৷
View this post on Instagram

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

অভিনেত্রী কাজল আগরওয়াল তাঁর ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ছবি আপলোড করেছেন ৷ যেখানে দেখা যাচ্ছে, বাথরোব পরে বসে আছেন কাজল৷ শরীর অবশ্য গয়নায় মোড়া ৷ ছবিতে দেখা যাচ্ছে বিয়ের পোশাকটি পিছনে ঝুলে রয়েছে ৷ গভীর চিন্তায় মগ্ন কাজল !কাজল ছবি আপলোড করে লিখলেন, ‘ঝড় আসার আগে শান্ত হয় !’
Published by:Akash Misra
First published:

Tags: Bollywood, Kajal-agarwal