Radhika Apte Pregnancy News: বিয়ের ১২ বছর পরে মা হতে চলেছেন রাধিকা আপ্তে... কালো পোশাকে স্পষ্ট বেবিবাম্প, হাজির লন্ডন ফিল্ম ফেস্টিভালে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
আগে থেকে ঘোষণা নয়, বরং সোজাসুজি বেবিবাম্পের ছবি পোস্ট করে জানিয়ে দিলেন তিনি মা হতে চলেছেন।
মুম্বই: নেটপাড়ায় শোরগোল ফেলে দিলেন অভিনেত্রী রাধিকা আপ্তে। আগে থেকে ঘোষণা নয়, বরং সোজাসুজি বেবিবাম্পের ছবি পোস্ট করে জানিয়ে দিলেন তিনি মা হতে চলেছেন।
advertisement
advertisement
প্রচারের আলো থেকে বরাবরই অনেকটা দূরে। বলিউড থেকে হলিউড, সর্বত্রই তাঁপ অবাধ যাতায়াত। অন্তহীন ছবির মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন আম-বাঙালির ঘরের লোক। অভিনয়টা চুটিয়ে করেন তিনি। ২০১২ সালে ব্রিটেনের জনপ্রিয় সঙ্গীত পরিচালক বেনেডিক্ট টেলরকে বিয়ে করেন রাধিকা। কখনই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেননি। বিয়ের ১২ বছর পর অন্তঃসত্ত্বা অবস্থায় লন্ডন ফিল্ম ফেস্টিভালে হাজির হয়ে রাধিকা প্রমাণ করলেন তিনি আদপেই সবার থেকে আলাদা।
advertisement
ছবিতে দেখা যাচ্ছে কালো রঙে গাউন পরে রয়েছেন রাধিকা। সঙ্গে মানানসই জুতো। স্পষ্ট বোঝা যাাচ্ছে তাঁর বেবি বাম্প। পোস্টের নীচে অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিছেন অনুরাগীরা।
আরও পড়ুনঃ ঐশ্বর্য-অভিষেকের সম্পর্কে ফাটল! কারণটা কি ‘এই’ বলিউড অভিনেত্রী? ভাইরাল পোস্ট ঘিরে আলোচনা
বলিউডেই সীমাবদ্ধ নেই তিনি। বলি গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক ময়দানেও রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছেন রাধিকা আপ্তে। একের পর এক ছবিতে অভিনয় করে রীতিমতো দর্শকদের মন জয় করে নিয়েছেন রাধিকা। বি-টাউনের প্রথমসারির অভিনেত্রীর মধ্যে নিঃসন্দেহে বলা যায় রাধিকা আপ্তের নাম। ডি-গ্ল্যাম লুকের বাইরেও সাহসী অভিনেত্রী হিসেবেও যথেষ্ঠ নামডাক রয়েছে রাধিকার। বরাবরই ভিন্ন ধরনের চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 17, 2024 10:19 AM IST