Actress Priyanka Sarkar Injured: দুর্ঘটনায় পায়ের হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো, সফল অভিনেত্রী প্রিয়াঙ্কার অস্ত্রোপচার

Last Updated:

গতকাল রাতে শ্যুটিং চলাকালীন এক মত্ত বাইকচালকের ধাক্কায় জখম হন অভিনেত্রী

#কলকাতা: অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের অস্ত্রোপচার সফল।  অস্ত্রোপচার করেন অর্থোপেডিক সার্জন ডঃ বিশাল ভগৎ। তিনি জানান, অভিনেত্রী এখন ভাল আছেন। ২ দিন বাদেই তাঁকে ছেড়ে দেওয়া হবে (Actress Priyanka Sarkar Injured)।
গুরুতর আহত বাঙলা সিনেমা ও সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Actress Priyanka Sarkar Injured)। গতকাল রাতে শ্যুটিং চলাকালীন এক মত্ত বাইকচালকের ধাক্কায় জখম হন অভিনেত্রী (Actress Priyanka Sarkar Injured)। বর্তমানে বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি! চিকিৎক সূত্রে জানা যায়, ডান পায়ের হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। আজ বেলা তিনটের সময় একটি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার হয় (Actress Priyanka Sarkar Injured)। ভাঙা হাড় আগে সঠিকভাবে লাগিয়ে তারপর সেখানে প্লেট বসানো হয়। পদ্ধতির নাম 'ওপেন রিডাকশন ইন্টার্নাল ফিক্সেশন' বা ORIF।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ রাজারহাটের রাস্তায় 'মহাভারত মার্ডারস' নামে একটি ওয়েব সিরিজের শ্যুটিং করছিলেন প্রিয়াঙ্কা এবং অর্জুন  চক্রবর্তী । শুটিংয়ের সেটে কর্ডন ভেঙে আচমকাই ঢুকে পড়ে এক বেপরোয়া বাইক, ধাক্কা মারে প্রিয়াঙ্কা এবং অর্জুনকে। দুই অভিনেতাই ছিটকে পড়েন রাস্তায়। দুর্ঘটনায় প্রিয়াঙ্কার পাশাপাশি আহত হয়েছেন অর্জুনও। দু'জনকেই তড়িঘড়ি স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে স্থানান্তরিত করা হয় বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে (Actress Priyanka Sarkar Injured)। অর্জুনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও প্রিয়াঙ্কার এক্স-রে করার পর দেখা যায় ডান পায়ের হাড় গুড়ো গুড়ো হয়ে গিয়েছে (Actress Priyanka Sarkar Injured)
advertisement
পুলিশ জানিয়েছেন, বাইকচালক মদ্যপ অবস্থায় ছিলেন। প্রিয়াঙ্কা ও অর্জুনকে ধাক্কা মেরেই তিনি উধাও হয়ে যান। মত্র বাইকচালকের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Actress Priyanka Sarkar Injured: দুর্ঘটনায় পায়ের হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো, সফল অভিনেত্রী প্রিয়াঙ্কার অস্ত্রোপচার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement