Anant Radhika Wedding-Nusrat Jahan: ‘আমি আর যশ...’, অনন্ত-রাধিকার বিয়েতে কেমন অভিজ্ঞতা নুসরতের? কী খেলেন বিয়েবাড়িতে? জানিয়ে দিলেন নায়িকা

Last Updated:

Anant Radhika Wedding-Nusrat Jahan: অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের রিসেপশনে সামিল হওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান। স্বামী যশ দাশগুপ্তকে নিয়ে আম্বানিদের রিসেপশন পার্টিতে যোগ দিয়েছিলেন নুসরত। কলকাতায় ফিরে এসে নিজের অভিজ্ঞতা জানালেন নায়িকা।

‘আমি আর যশ...’, অনন্ত-রাধিকার বিয়েতে কেমন অভিজ্ঞতা নুসরতের? কী খেলেন বিয়েবাড়িতে? জানিয়ে দিলেন নায়িকা
‘আমি আর যশ...’, অনন্ত-রাধিকার বিয়েতে কেমন অভিজ্ঞতা নুসরতের? কী খেলেন বিয়েবাড়িতে? জানিয়ে দিলেন নায়িকা
কলকাতা: অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের রিসেপশনে সামিল হওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান। স্বামী যশ দাশগুপ্তকে নিয়ে আম্বানিদের রিসেপশন পার্টিতে যোগ দিয়েছিলেন নুসরত। কলকাতায় ফিরে এসে নিজের অভিজ্ঞতা জানালেন নায়িকা।
নুসরাতের কথায়, ‘অনন্ত-রাধিকার রিসেপশনে আমন্ত্রণ পাওয়াটাই ছিল নিজের মধ্যে একটা বড় বিষয়। একেবারে রাজকীয় অভিজ্ঞতা। পুরো বেনারসের আদলে সাজানো হয়েছিল বিয়ে বাড়ি। মনে হচ্ছিল যেন এক টুকরো বারানসী উঠে এসেছে। সাজগোজ, খাবার দাবার, ডেকোরেশন সবকিছু ছিল লার্জার দ্যান লাইফ। এত সুন্দর সেজেছিল প্রত্যেকে যে দেখার মত।’’
advertisement
advertisement
নায়িকার গলায় উচ্ছ্বাস স্পষ্ট। তাঁর কথায়, ‘‘আমিও নিজের মত করে চেষ্টা করেছিলাম নিজেকে স্টাইল আপ করার। খাবার দাবারও ছিল এলাহি। বিশ্বের কোনও প্রান্তের খাবার বাদ ছিল না। তবে আমি ব্যক্তিগতভাবে যেহেতু একটি গুজরাতি বিয়েতে যোগ দিতে গিয়েছিলাম তাই আমি এবং যশ গুজরাতি খাবারই খেয়েছি। আম্বানিদের আতিথেয়তাও ছিল অত্যন্ত আন্তরিক।’’
advertisement
নুসরত বলেন, ‘‘প্রত্যেক অতিথিকে তাঁরা এত সম্মান দিয়েছেন যে সত্যি মনে রাখার মত। কোন ত্রুটি চোখে পড়েনি। তাঁদের অতিথি আপ্যায়নে এক কথায় আমি ও যশ আপ্লুত। জীবনে একটা সত্যি বড় অভিজ্ঞতা হল। আর আরও ভাল লাগলো বহু পরিচিত মানুষ এবং শিল্পীদের সঙ্গে দেখা হলো। আমাদের কলকাতার ও বেশ কিছু শিল্পী উপস্থিত ছিলেন তাছাড়া দেশের এবং বিশ্বের তাবড় তাবড় গুণীজনেরা এসেছিলেন যাদের সাথে সরাসরি সাক্ষাৎ হওয়া একটা লাইফ টাইম মেমোরি।’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anant Radhika Wedding-Nusrat Jahan: ‘আমি আর যশ...’, অনন্ত-রাধিকার বিয়েতে কেমন অভিজ্ঞতা নুসরতের? কী খেলেন বিয়েবাড়িতে? জানিয়ে দিলেন নায়িকা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement