সাতসকালে দুঃসংবাদ! বড় কাছের মানুষকে হারিয়ে ফেললেন রাজা-মধুবনী! 'মোটা দাদা'কে হারিয়ে অঝোরে কাঁদছেন অভিনেত্রী

Last Updated:

অভিনেত্রী মধুবনী গোস্বামী তাঁর ঠাকুরদা মোটা দাদাকে হারিয়েছেন. ৯৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি. মধুবনী ও রাজা গোস্বামীর জনপ্রিয়তা টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় অটুট.

কাছের মানুষকে হারালেন মধুবনী
কাছের মানুষকে হারালেন মধুবনী
প্রিয়জনকে হারালেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। শুক্রবার নিজেই একটি ভিডিয়ো পোস্ট করে এই দুঃসংবাদ দিয়েছেন নায়িকা। প্রয়াত হয়েছেন মধুবনীর ঠাকুরদা। মধুবনী তাঁকে ডাকতেন মোটা দাদা নামে।
advertisement
রাজা আর মধুবনী গোস্বামী। টেলিভিশনের পর্দা থেকে সোশ্যাল মিডিয়ার পর্দা, এই তারকা দম্পতির জনপ্রিয়তা কখনওই ফিকে হয় না। এখন তো রাজা এবং মধুবনীর সঙ্গে জনপ্রিয়তায় টেক্কা দিচ্ছে তাঁদের একরত্তি ছেলে কেশবও। ২০২১ সালে মা হয়েছেন মধুবনী। সন্তানের জন্মের পর থেকে কাজ থেকে দীর্ঘ দিন দূরেই ছিলেন নায়িকা। তারপর ধীরে ধীরে ক্যামেরায় ফিরেছেন তিনি। বর্তমানে তাঁর ভ্লগ যথেষ্ট জনপ্রিয়।
advertisement
মধুবনী বলেন, ‘ আদর করে মোটা দাদা বলতাম। ওঁর ৯৩ বছর বয়স হয়েছিল। আমি যখন দশম শ্রেণিতে বোর্ডের পরীক্ষা দিতে যেতাম, তখন তিনি আমাকে পরীক্ষা দিতে নিয়ে যেতেন। দাদা তখন বইয়ের প্রতি আগ্রহও তাঁর থেকেই পাওয়া। আমার ভাল ফলাফলেপ কৃতিত্বও তাঁর।’
advertisement
রাজা ও মধুবনীর আলাপ কাজের সূত্রেই ৷ ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকে তাঁরা ছিলেন ওম এবং তোড়া৷ তুমুল জনপ্রিয় হয়েছিল তাঁদের জুটি ৷ এখনও অনেক দর্শক তাঁদের ওই নামেই চেনেন ৷ তারপর রাজা অনেক কাজ করলেও মধুবনী আছেন সংসার নিয়েই। জানিয়েছেন যে কেশব কিছুটা বড় হওয়া পর্যন্ত তিনি কোনও কাজে হাত দেবেন না৷ তবে নিজস্ব ব্যবসা শুরু করেছেন মধুবনী৷ তাঁর বিউটি পার্লার রয়েছে৷ নিয়মিত পার্লারের বিষয় পোস্ট করেন অভিনেত্রী৷ পাশাপাশি তাঁর ভ্লগ তো জনপ্রিয়ই।
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
সাতসকালে দুঃসংবাদ! বড় কাছের মানুষকে হারিয়ে ফেললেন রাজা-মধুবনী! 'মোটা দাদা'কে হারিয়ে অঝোরে কাঁদছেন অভিনেত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement