হোম /খবর /বিনোদন /
মা হলেন কাজল আগরওয়াল, পুত্র নাকি কন্যা? জানালেন বলি অভিনেত্রী নিজেই...

Kajal Aggarwal|| মা হলেন কাজল আগরওয়াল, পুত্র নাকি কন্যা? জানালেন বলি অভিনেত্রী নিজেই...

Actress Kajal Aggarwal blessed with child: মা হলেন বলিউড অভিনেত্রী কাজল আগরওয়াল। আজ মঙ্গলবার দুপুরে অভিনেত্রী পুত্র সন্তানের জন্ম দেন। মা হওয়ার খবর নেটিজেনদের জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: দারুন সুখবর! মা হলেন বলিউড অভিনেত্রী কাজল আগরওয়াল। আজ মঙ্গলবার দুপুরে অভিনেত্রী পুত্র সন্তানের জন্ম দেন। এরপরেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। ছোট্ট রাজপুত্রকে স্বাগত জানিয়েছেন কাজলের অনুরাগীরা।

নেটিজেনদের পাশাপাশি কাজল আগরওয়াল এবং তাঁর স্বামী গৌতম খিচলুকে তাঁদের প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়া উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারাও। ইনস্টাগ্রাম হ্যান্ডেলের Viral Bhayani-এর অ্যাকাউন্ট থেকেও পুত্র হওয়ার কথা প্রকাশ্যে এসেছে। তবে এখনও কাজল আগরওয়াল বা তাঁর স্বামীর পক্ষ থেকে কোনও ঘোষণা করা হয়নি সন্তান ভূমিষ্ঠ হওয়ার বিষয়ে।

View this post on Instagram

A post shared by Gautam Kitchlu (@kitchlug)

View this post on Instagram

A post shared by Gautam Kitchlu (@kitchlug)

প্রসঙ্গত, চলতি বছরের জানিয়ারি মাসে কাজল আগরওয়ালের মা হওয়ার কথা প্রকাশ্যে নিয়ে আসেন স্বামী গৌতম খিচলু। কাজলের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, '২০২২-এর দিকে তাকিয়ে।' তার সঙ্গে শেয়ার করেন একটু প্রেগন্যান্ট মহিলার ইমোজি। তাতেই সকলে বুঝতে পারেন মা হতে চলেছেনঅভিনেত্রী। এরপর থেকে একাধিক ছবি শেউয়ায় করেছেন দম্পতি। সম্পতি তাঁরা মেটারনিটি শ্যুটও করেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি।

Published by:Shubhagata Dey
First published:

Tags: Kajal Aggarwal