‘আমার বিয়ের ঘটক ছিলেন তাপস পাল’, নায়কের স্মৃতিচারণায় ইন্দ্রাণী হালদার

Last Updated:

ঠিক এমনটাই মনে করছেন ইন্দ্রাণী হালদার

#কলকাতা: অকালেই চলে গেলেন বাংলা চলচ্চিত্রে ‘ঘরের ছেলে’, বাংলা সিনেমার ‘সাহেব’ তাপস পাল৷ নায়কের এই অকাল মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন তাঁর সহকর্মীরা ৷ অনেকের মতে, তাপস পালের মৃত্যুর মধ্যে দিয়ে বাংলা সিনেমার এক যুগের অবসান ঘটল ৷
ঠিক এমনটাই মনে করছেন ইন্দ্রাণী হালদার ৷ ইন্দ্রাণী হালদারের প্রথম ছবি ‘আবিষ্কার’-এ তাপস হয়েছিলেন তাঁর দাদা ৷ আর ‘নীলিমায় নীল’ ছবিতে তাপস পালকে নায়ক হিসেবে পেয়েছিলেন ইন্দ্রাণী ৷
তাপস পালের মৃত্যুর খবর পেয়ে ইন্দ্রাণী জানালেন, ‘অভিভাবকের মতো ছিলেন ৷ সিনিয়ার হিসেবে সব সময় গাইড করে গিয়েছিলেন ৷ শ্যুটিংয়ের সময় কত মজা করেছি ৷ একের পর এক সব মনে পড়ছে আমার ৷ সত্যিই একজন ভালো অভিনেতা ও ভালো মানুষকে অকালেই হারিয়ে ফেললাম ৷ ইন্ডাস্ট্রিকে আরও অনেক কিছু দেওয়ার ছিল ওনার ৷ সেটাই বড় মিস...’
advertisement
advertisement
ইন্দ্রাণী হালদার আরও বললেন, ‘শুধু সিনেমার জন্য নয়, আমার সঙ্গে তাপস দা-র এক ব্যক্তিগত সম্পর্কও ছিল ৷ বলা ভালো ভাস্করের সঙ্গে আমার বিয়েটা উনিই দেয় ৷ মনে আছে, শিলিগুড়িতে শ্যুটিংয়ের সময় ভাস্করের সঙ্গে আলাপ করানো থেকে শুরু করে বিয়ের কথাবার্তা সবই তিনিই শুরু করেন ৷ আমি তো তাপস দা-কে মাঝে মধ্যেই বলতাম, আপনি আমার বিয়ের ঘটক !’
advertisement
বাংলা সিনেমায় একসময় তাপস পাল ছিলেন তুরুপের তাস ৷ সিনেমায় নতুন নায়িকা আসা মানেই তাপসের বিপরীতে ৷ আর তারপর বক্স অফিসে সেই ছবি সুপারহিট ৷ ঠিক যেমন তাপস পাল-দেবশ্রী রায় ৷ তরুণ মজুমদারের ‘ভালোবাসা ভালোবাসা’ ছবিতে জুটি বাঁধলেন ৷ বিপুল সফল হয়েছিল সেই ছবি ৷ তারপর একে একে ‘সাথীহারা’, ‘চোখের আলোয়’, ‘তবু মনে রেখো’ ৷
advertisement
এরপর তাপস পাল জুটি বাঁধলেব শতাব্দী রায়ের সঙ্গে ৷ শতাব্দীর সঙ্গে জুটি বেঁধে ‘গুরুদক্ষিণা’ তো বাংলা ছবিরে মাইলস্টোন ৷ এরপর ইন্দ্রাণী হালদার, ইন্দ্রাণী দত্ত, রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও জুটি বেঁধেছিলেন তিনি তিনি ৷ পরিচালক দেবাদিত্যের ‘আটটা আটের বনগাঁ লোকাল’ ছবিতে শেষ দেখা গিয়েছিল তাপস পালকে ৷
অঞ্জন চৌধুরী, অরবিন্দ মুখোপাধ্যায়, তরুণ মজুমদার, তপন সিনহা, হরনাথ চক্রবর্তী, প্রায় সব জনপ্রিয় পরিচালকদের ছবিতেই অভিনয় করেছেন তাপস পাল ৷
advertisement
২০০৯ সালে রাজনীতিতে পা রাখেন তাপস পাল ৷ ২০০৯ সালেই তৃণমূলের হয়ে ভোটের লড়াইয়ে কৃষ্ণনগর থেকে জিতে সাংসদ হন তিনি ৷ তবে সিনেমায় বাঙালির কাছে ‘সাহেব’ হলেও, রাজনৈতিক জীবনে বহুবারই বিতর্কের মুখে পড়েছিলেন তাপস পাল ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘আমার বিয়ের ঘটক ছিলেন তাপস পাল’, নায়কের স্মৃতিচারণায় ইন্দ্রাণী হালদার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement