Dolon Roy: শ্যুটিং থেকে ফিরে হিটস্ট্রোক, হাসপাতালে ভর্তি অভিনেত্রী দোলন রায়

Last Updated:

অনুরাগীদের জানালেন নিজের শরীরের কথা। লিখলেন, 'কাল 'টুম্পা অটোওয়ালি'র আউটডোর শ্যুটিং থেকে ফিরে হিটস্ট্রোক'।

#কলকাতা: শ্যুটিং থেকে ফিরে অসুস্থ দোলন রায়। হিটস্ট্রোক হয়ে গিয়েছে তাঁর। আপাতত হাসপাতালে ভর্তি। নিজেই সে কথা জানালেন দীপঙ্কর দে-র ঘরনি। ফেসবুকে ছবি দিয়ে অনুরাগীদের জানালেন নিজের শরীরের কথা। লিখলেন, 'কাল 'টুম্পা অটোওয়ালি'র আউটডোর শ্যুটিং থেকে  ফিরে হিটস্ট্রোক'। সঙ্গে তিনটি ছবি দিলেন দোলন। হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। নীল রঙের চাদরে ঢেকে রেখেছেন নিজেকে। চোখ বন্ধ করা।
নিউজ১৮ বাংলা যোগাযোগ করল দোলনের স্বামী অভিনেতা দীপঙ্কর দে-র সঙ্গে। তিনি জানালেন, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ধারাবাহিকের আউটডোর শ্যুটিং ছিল। মেকআপ ভ্যান থাকা সত্ত্বেও বিদ্যুৎ পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় দোলনকে বাইরে বেরিয়ে আসতে হয়। খানিক ক্ষণের মধ্যেই তীব্র গরমে, রোদে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। বমি হয় সেখানেই।
advertisement
advertisement
শ্যুটিং থেকে বাড়ি ফিরে যান দোলন। কিন্তু খুব পেটে ব্যথা আর শ্বাসকষ্ট হতে থাকে আচমকা। দীপঙ্কর বললেন, ''শরীরের যন্ত্রণায় কান্নাকাটিও করে দোলন। এ সব শুনে সঙ্গে সঙ্গে ওর ভাই চলে আসেষ। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাছেই বেসরকারি হাসপাতাল ছিল। চ্যানেল দিয়ে ওষুধ খাওয়ানো হচ্ছে ওকে। আপাতত সেখানেই ভর্তি রয়েছে। কাল রাত বা পরশু সকালে ওকে ছাড়বে।''
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dolon Roy: শ্যুটিং থেকে ফিরে হিটস্ট্রোক, হাসপাতালে ভর্তি অভিনেত্রী দোলন রায়
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement