Illegal IPL Streaming: অবৈধ অ্যাপে আইপিএল ম্যাচ স্ট্রিমিং মামলায় তমান্না ভাটিয়ার নাম, জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে তলব, আছে আরও এক বলি অভিনেতার নাম

Last Updated:

গত ২৯ এপ্রিল জেরার মুখোমুখি হওয়ার জন্য উপস্থিত থাকতে হবে তামান্নাকে। শুধু তামান্নাই নন, আরও এক বলিউড তারকার নাম জড়িয়েছে এই মামলায়।

জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে তলব
জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে তলব
মুম্বই: অবৈধ অ্যাপে আইপিএল ম্যাচ স্ট্রিমিং মামলায় এবার উঠে এল অভিনেত্রী তামান্না ভাটিয়ার নাম। সূত্রের দাবি, ইতিমধ্যেই এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মহারাষ্ট্র সাইবার সেলের তরফে তলব করা হয়েছে অভিনেত্রীকে। গত ২৯ এপ্রিল জেরার মুখোমুখি হওয়ার জন্য উপস্থিত থাকতে হবে তামান্নাকে।
শুধু তামান্নাই নন, সূত্র মারফত জানা যাচ্ছে, আরও এক বলিউড তারকার নাম জড়িয়েছে এই মামলায়। চলতি সপ্তাহের গোড়ার দিকে অভিনেতা সঞ্জয় দত্তকে জেরার জন্য উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নিজের কাজের শিডিউলের জন্য হাজিরা দিতে পারেননি। বরং একটা নতুন তারিখ দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন তিনি।
এক্স প্ল্যাটফর্মে সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে যে, ফেয়ারপ্লে অ্যাপে আইপিএল ২০২৩-এর অবৈধ স্ট্রিমিংয়ে জড়িত থাকার অভিযোগে জেরার জন্য অভিনেত্রী তামান্না ভাটিয়েকে তলব করেছে মহারাষ্ট্র সাইবার দফতর। আসলে এই অবৈধ স্ট্রিমিংয়ের জেরে কোটি কোটি টাকা খোওয়াতে হয়েছে ভায়াকম-কে। অভিনেত্রীকে আগামী ২৯ এপ্রিল হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: ২৫ হাজার চাকরি বাতিল নিয়ে এবার সুপ্রিম কোর্টে SSC! হাইকোর্টের রায়ের বিরোধিতা করে মামলা দায়ের
সংবাদমাধ্যমের তরফে আরও জানানো হয়েছে যে, এই মামলায় জড়িত থাকার অভিযোগে অভিনেতা সঞ্জয় দত্তকে ডেকে পাঠানো হয়েছিল গত ২৩ এপ্রিল। কিন্তু ওই দিন হাজির থাকতে পারেননি তিনি। এর পরিবর্তে সঞ্জয় দত্ত বিকল্প তারিখ এবং সময় চেয়ে নিয়েছেন নিজের জবানবন্দি রেকর্ড করানোর জন্য। সঞ্জয় জানিয়েছেন যে, ওই দিন তিনি ভারতে ছিলেন না।
advertisement
আসলে অভিযোগ, তামান্না এবং সঞ্জয় দত্ত মহাদেব বেটিং অ্যাপের সাবসিডিয়ারি অ্যাপ ফেয়ারপ্লে-র প্রচার করেছেন। গত বছরের সেপ্টেম্বরে সংবাদমাধ্যমের প্রতিবেদন একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ভায়াকমের অভিযোগ ছিল, আইপিএল ম্যাচের স্ট্রিমিংয়ের জন্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (আইপিআর) রয়েছে শুধুমাত্র তাদের কাছেই। তা সত্ত্বেও বেটিং অ্যাপ ফেয়ারপ্লে অ্যাপ নিজেদের প্ল্যাটফর্মে অবৈধ ভাবে ম্যাচ স্ট্রিমিং করে চলেছে। যার জেরে ভায়াকমের ১০০ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। আর এই অভিযোগ আসতেই একটি এফআইআর দায়ের হয়। এরপরেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বাদশা, সঞ্জয় দত্ত, জ্যাকলিন ফার্নান্ডেজ এবং তামান্না-সহ আরও তারকাদের। ২০২৩ সালের ডিসেম্বর মাসে ওই বেটিং অ্যাপের একজন কর্মচারীকে গ্রেফতার করা হয়েছিল।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Illegal IPL Streaming: অবৈধ অ্যাপে আইপিএল ম্যাচ স্ট্রিমিং মামলায় তমান্না ভাটিয়ার নাম, জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে তলব, আছে আরও এক বলি অভিনেতার নাম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement