হোম /খবর /বিনোদন /
সুশান্ত সিং রাজপুতের প্রয়াণের একমাস অতিক্রান্ত, প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধাজ্ঞাপন

সুশান্ত সিং রাজপুতের প্রয়াণের একমাস অতিক্রান্ত, প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধাজ্ঞাপন শেখর সুমনের

শেখর সুমন ৷ ফাইল ছবি ৷

শেখর সুমন ৷ ফাইল ছবি ৷

শেখর সুমন বারেবারে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য দাবি করেছেন

  • Last Updated :
  • Share this:

#মু্ম্বই: বলিউডের উঠতি তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার এক মাস হয়েছে ইতিমধ্যেই ৷ প্রিয় অভিনেতার প্রয়াণের একমাস তাঁর প্রিয়জনদের কাছে ঠিক কতখানি যন্ত্রণাজনক তা আর বলার অপেক্ষা রাখেনা ৷ কোনও ভাবেই এখনও তাঁরা বিশ্বাস করতে পারছেন না যে সুশান্ত সিং রাজপুত আর এই পৃথিবীতে নেই ৷ তবুও মনে অত্যন্ত কষ্ট নিয়েও যেন সবাই এগিয়ে চলেছেন সামনের দিকে ৷

সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ড, ঘনিষ্ঠ বান্ধবী রিয়া চক্রবর্তী, পরিচালক মুকেশ ছাবড়া সবাই শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ সেই তালিকায় রয়েছেন একতা কাপুর ও শেখর সুমনও ৷ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করে প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন শেখর সুমন ৷ তিনি লিখেছেন 'সুশান্ত তুমি আমাদের সবাইকে দৈবিক জ্যোতি দিয়ে ঝলমলে করেছো, এই পৃথিবী কখনই তোমাকে ভুলবেনা, তুমি বহু বিহারীদের অনুপ্রেরণা যারা ছোট শহরে জন্মেও বলিউডে পা রাখার সাহস করে ৷'

শেখর সুমন সেই সমস্ত মানুষদের মধ্যে অন্যতম যাঁরা ক্রমাগত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়ে আসছেন ৷ #justiceforSushantforum নামে একটি অনলাইম ফোরাম প্রস্তুত হয়েছে ৷ সেই সংস্থার পক্ষ থেকে সুশান্ত সিং রাজপুতের পরিবারের লোকেদের সঙ্গে দেখাও করা হয়েছে ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Shekhar Suman, Sushant singh Rajput