Sabyasachi Chakraborty: হল অস্ত্রোপচার, বসল পেসমেকার! এখন কেমন আছেন ‘ফেলুদা’ সব্যসাচী চক্রবর্তী?

Last Updated:

Sabyasachi Chakraborty Health Update: মঙ্গলবার রাতে বুকে ব্যথা হওয়ায় বুধবার সকালে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হৃদরোগ বিশেষজ্ঞ ড. প্রিয়ম মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

অসুস্থ সব্যসাচী চক্রবর্তী
অসুস্থ সব্যসাচী চক্রবর্তী
কলকাতাঃ গতকাল,  বুধবার আচমকা সামনে আসে অভিনেতা সব্যসাচী চক্রবর্তী অসুস্থতার কথা। তাঁর অসুস্থতার খবরে সিলমোহর দিয়েছে সব্যসাচীর পরিবার। মঙ্গলবার রাতে বুকে ব্যথা হওয়ায় বুধবার সকালে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হৃদরোগ বিশেষজ্ঞ ড. প্রিয়ম মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
আরও পড়ুনঃ আলিয়া-দীপিকা বা মাধুরীর নন, বলিউডের প্রথম কোন নায়িকা ১ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন?
জানা গিয়েছে, হার্টে সম্পূর্ণ ব্লকেজ রয়েছে। সেইমতো চিকিৎসকরা দ্রুত পেসমেকার বসানোর পরামর্শ দেন। সেইমতো বুধবার সন্ধ্যায় বাইবাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর। এই মুহূর্তে শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে পরিবারের তরফে অভিনেতার স্বাস্থ্য সম্পর্কে কোনওরকম বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে না। তাঁদের বক্তব্য, যা বলবেন, চিকিৎসকেরাই বলবেন। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা। পরবর্তীতে মেডিক‍্যাল টিম বসানো হতে পারে আগামী সিদ্ধান্তের জন্য।
advertisement
advertisement
পরশুদিন পর্যন্ত বোলপুরে ‘দেবী চৌধুরানী’র শ্যুটিং করেছেন সব্যসাচী। গতকাল ফিরেছেন কলকাতায়। শারীরিক ভাবে অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় তড়িঘড়ি। পরিবারের সকলে, দুই ছেলে, অর্জুন চক্রবর্তী এবং গৌরব চক্রবর্তী-সহ স্ত্রী মিঠু চক্রবর্তী হাসপাতালে অভিনেতার পাশেই রয়েছেন। ‘ফেলুদা’র অসুস্থতার কথা শুনে টলিপাড়ায় দুশ্চিন্তার ছায়া।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sabyasachi Chakraborty: হল অস্ত্রোপচার, বসল পেসমেকার! এখন কেমন আছেন ‘ফেলুদা’ সব্যসাচী চক্রবর্তী?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement