Sabyasachi Chakraborty Hospitalized: অসুস্থ সব্যসাচী চক্রবর্তী! হাসপাতালে ভর্তি করানো হল তড়িঘড়ি, কী হয়েছে 'ফেলুদা'র!
- Published by:Teesta Barman
- news18 bangla
- Reported by:Manash Basak
Last Updated:
Sabyasachi Chakraborty Hospitalized: পরশুদিন পর্যন্ত বোলপুরে 'দেবী চৌধুরানী'র শ্যুটিং করেছেন সব্যসাচী। গতকাল ফিরেছেন কলকাতায়। শারীরিক ভাবে অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় তড়িঘড়ি।
কলকাতা: অসুস্থ অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। টলিউডের বর্ষীয়ান অভিনেতা। হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। তাঁর অসুস্থতার খবরে সিলমোহর দিয়েছে সব্যসাচীর পরিবার।
গতকাল, মঙ্গলবার রাতে বুকে ব্যথা হওয়ায় আজ, বুধবার সকালে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হৃদরোগ বিশেষজ্ঞ ড. প্রিয়ম মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
advertisement
জানা গিয়েছে, হার্টে সম্পূর্ণ ব্লকেজ রয়েছে। পেসমেকার বসাতে হবে। এই মুহূর্তে শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে পরিবারের তরফে অভিনেতার স্বাস্থ্য সম্পর্কে কোনওরকম বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে না। তাঁদের বক্তব্য, যা বলবেন, চিকিৎসকেরাই বলবেন। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা। পরবর্তীতে মেডিক্য়াল টিম বসানো হতে পারে আগামী সিদ্ধান্তের জন্য।
advertisement
পরশুদিন পর্যন্ত বোলপুরে ‘দেবী চৌধুরানী’র শ্যুটিং করেছেন সব্যসাচী। গতকাল ফিরেছেন কলকাতায়। শারীরিক ভাবে অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় তড়িঘড়ি।
পরিবারের সকলে, দুই ছেলে, অর্জুন চক্রবর্তী এবং গৌরব চক্রবর্তী-সহ স্ত্রী মিঠু চক্রবর্তী হাসপাতালে অভিনেতার পাশেই রয়েছেন। ‘ফেলুদা’র অসুস্থতার কথা শুনে টলিপাড়ায় দুশ্চিন্তার ছায়া।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2024 12:00 PM IST