মাথায় নকল চুল, পরনে শাড়ি, রাণু মণ্ডলকে কপি করে বিতর্কে অভিনেতা

Last Updated:
#ভুবনেশ্বর: রানাঘাট রেলওয়ে স্টেশন থেকে সোজা বলিউডে ৷ সোশ্যাল মিডিয়ায় দৌলতে রাণু মণ্ডলের নাম এখন ঘরে ঘরে ৷ কেউ কেউ রাণুর এই ভাগ্য পরিবর্তনকে প্রশংসা করছেন, কেউ কেউ আবার রাণুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় খিল্লি করতেও ছাড়ছেন না ৷ যেমন, একদিকে রাণুর ভাইরাল হওয়ার পর বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া রাণুর গান শুনে সঙ্গে সঙ্গে সুযোগ দিয়েছেন তাঁকে ৷ এমনকী, শোনা যাচ্ছে রাণুর গান শুনে বলিউডের দাবাং খান সলমন নাকি ৫৫ লাখ টাকার বাড়িও দিয়েছেন তাঁকে ৷ রানাঘাটের মানুষজন তো রাণু বলতেই মত্ত৷
অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় এমনও অনেক মানুষ রয়েছেন যাঁরা রাণুকে নিয়ে খিল্লি করতেই মত্ত ৷ এই যেমন ওড়িয়া সিনেমার জনপ্রিয় মুখ তৎওয়া প্রকাশ সতপতি ৷ যিনি রাণুকে নিয়ে এক মিম ভিডিও তৈরি করে রীতিমতো ঝড় তুলেছেন সোশ্যালে ৷ ভিডিওতে দেখা গিয়েছে, হলুদ শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন নায়ক সতপতি ৷ মাথায় নকল সোনালি চুল ৷ আর সেইভাবে সেজে রাণুর গানের সঙ্গে লিপসিঙ্ক করলেন নায়ক সতপতি ৷
advertisement
আর সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই সঙ্গে সঙ্গে ভাইরাল ৷ আর তা নিয়ে শুরু সমালোচনা ৷ তবে শুধুই সমালোচনা নয়, রাণু মণ্ডলকে নিয়ে খিল্লি করায় অভিনেতার নামে অভিযোগও দায়ের হয়েছে ৷
advertisement
গোটা কাণ্ড নিয়ে অভিনেতা সতপতি জানিয়েছেন, ‘গোটা ব্যাপারটাই মজা করে ৷ কাউকে ছোট করার জন্য নয় ৷ তবে আমার এই ভিডিও প্রশংসিত হয়েছে ৷ তবে যদি আমার ভিডিও কাউকে আঘাত করে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী !’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মাথায় নকল চুল, পরনে শাড়ি, রাণু মণ্ডলকে কপি করে বিতর্কে অভিনেতা
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement