Soham Chakraborty: অগ্রিম জামিন চেয়ে আদালতে বিধায়ক অভিনেতা সোহম! রেস্তরাঁ-কাণ্ডের জল এবার কোনদিকে গড়াবে

Last Updated:

Soham Chakraborty: নিরাপত্তা ও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতেই, গোটা ঘটনায় বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হয় বলেও জানা যায়। আগামিকাল মামলাটি আদালতে উঠবে।

বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী
বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী
উত্তর ২৪ পরগনা: নিউটাউনের এক হোটেল মালিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। ঘটনার মুহূর্তের ভাইরাল সিসিটিভি ফুটেজও জনসমক্ষে আসে। এরপরই দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় আইন আইনের পথেই চলবে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ হলেও কোনও কাজ না হওয়ায়, এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই রেস্তরাঁর মালিক। পাশাপাশি, হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
নিরাপত্তা ও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতেই, গোটা ঘটনায় বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হয় বলেও জানা যায়। আগামিকাল মামলাটি আদালতে উঠবে। তাই এদিন সকালেই আগাম জামিনের জন্য বারাসত জেলা আদালতে এসে পৌঁছলেন তারকা বিধায়ক সোহম চক্রবর্তী। যদিও, এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছেন সোহম।
advertisement
advertisement
প্রসঙ্গত, ওই ঘটনার পর বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেও চিড়ে ভেজেনি তাতে। দলও তাঁর পাশে নেই। এই পরিস্থিতিতে আদালত অগ্রিম জামিন মঞ্জুর করে কিনা বা কী সিদ্ধান্ত জানায় সেদিকেই এখন তাকিয়ে সকলে।
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Soham Chakraborty: অগ্রিম জামিন চেয়ে আদালতে বিধায়ক অভিনেতা সোহম! রেস্তরাঁ-কাণ্ডের জল এবার কোনদিকে গড়াবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement