Soham Chakraborty: অগ্রিম জামিন চেয়ে আদালতে বিধায়ক অভিনেতা সোহম! রেস্তরাঁ-কাণ্ডের জল এবার কোনদিকে গড়াবে
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Soham Chakraborty: নিরাপত্তা ও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতেই, গোটা ঘটনায় বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হয় বলেও জানা যায়। আগামিকাল মামলাটি আদালতে উঠবে।
উত্তর ২৪ পরগনা: নিউটাউনের এক হোটেল মালিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। ঘটনার মুহূর্তের ভাইরাল সিসিটিভি ফুটেজও জনসমক্ষে আসে। এরপরই দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় আইন আইনের পথেই চলবে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ হলেও কোনও কাজ না হওয়ায়, এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই রেস্তরাঁর মালিক। পাশাপাশি, হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: আন্তর্জাতিক রেল পথের সমীক্ষার কাজ দ্রুত শুরু করতে চলেছে রেল, গুরুত্ব পেতে চলেছে চিকেন নেক
নিরাপত্তা ও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতেই, গোটা ঘটনায় বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হয় বলেও জানা যায়। আগামিকাল মামলাটি আদালতে উঠবে। তাই এদিন সকালেই আগাম জামিনের জন্য বারাসত জেলা আদালতে এসে পৌঁছলেন তারকা বিধায়ক সোহম চক্রবর্তী। যদিও, এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছেন সোহম।
advertisement
advertisement
প্রসঙ্গত, ওই ঘটনার পর বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেও চিড়ে ভেজেনি তাতে। দলও তাঁর পাশে নেই। এই পরিস্থিতিতে আদালত অগ্রিম জামিন মঞ্জুর করে কিনা বা কী সিদ্ধান্ত জানায় সেদিকেই এখন তাকিয়ে সকলে।
Rudra Narayan Roy
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2024 12:45 PM IST