Mithun Chakraborty On RG Kar Case: 'বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলছি...' আরজি কর কাণ্ডে গর্জে উঠলেন মিঠুন চক্রবর্তী
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Mithun Chakraborty On RG Kar Case: মিঠুন চক্রবর্তীর কথায়, “মৃত ডাক্তারের পরিবারের প্রতি আমার সমবেদনা। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের যত দ্রুত সম্ভব শাস্তি হোক, এটাই আমার কামনা।''
কলকাতা: কেবল কলকাতা নয়। সারা দেশজুড়ে প্রতিবাদে গর্জে উঠেছে নারী, ট্রান্স থেকে পুরুষেরা। গত ৯ অগাস্ট রাতে আরজি কর মেডিক্যাল হাসপাতাল ডাক্তারি পড়ুয়ার সঙ্গে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনায় বিদেশেও বিক্ষোভে ফেটে পড়েছে মানুষ। নাগরিক থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরাও অপরাধীদের শাস্তির জন্য পথে নেমেছেন। ঘটনা নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।
বিজেপি পশ্চিমবঙ্গের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি ছোট ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছে। যেখানে মিঠুন চক্রবর্তী নির্যাতিতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন। ঘটনার দ্রুত বিচারের আর্জি জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা।
advertisement
advertisement
অভিনেতা বলেন, ‘‘আমি অনেক দিন ধরে অনেক জায়গায় অনেকবার এই কথাটা বলে এসেছি যে, আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে… বাঙালি হয়ে আমি মাথা উঁচু করে হাঁটতে পারব না।’’
মিঠুন চক্রবর্তীর কথায়, “মৃত ডাক্তারের পরিবারের প্রতি আমার সমবেদনা। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের যত দ্রুত সম্ভব শাস্তি হোক, এটাই আমার কামনা।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 19, 2024 8:40 PM IST