Mithun Chakraborty On RG Kar Case: 'বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলছি...' আরজি কর কাণ্ডে গর্জে উঠলেন মিঠুন চক্রবর্তী

Last Updated:

Mithun Chakraborty On RG Kar Case: মিঠুন চক্রবর্তীর কথায়, “মৃত ডাক্তারের পরিবারের প্রতি আমার সমবেদনা। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের যত দ্রুত সম্ভব শাস্তি হোক, এটাই আমার কামনা।''

কলকাতা: কেবল কলকাতা নয়। সারা দেশজুড়ে প্রতিবাদে গর্জে উঠেছে নারী, ট্রান্স থেকে পুরুষেরা। গত ৯ অগাস্ট রাতে আরজি কর মেডিক্যাল হাসপাতাল ডাক্তারি পড়ুয়ার সঙ্গে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনায় বিদেশেও বিক্ষোভে ফেটে পড়েছে মানুষ। নাগরিক থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরাও অপরাধীদের শাস্তির জন্য পথে নেমেছেন। ঘটনা নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।
বিজেপি পশ্চিমবঙ্গের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি ছোট ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছে। যেখানে মিঠুন চক্রবর্তী নির্যাতিতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন। ঘটনার দ্রুত বিচারের আর্জি জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা।
advertisement
advertisement
অভিনেতা বলেন, ‘‘আমি অনেক দিন ধরে অনেক জায়গায় অনেকবার এই কথাটা বলে এসেছি যে, আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে… বাঙালি হয়ে আমি মাথা উঁচু করে হাঁটতে পারব না।’’
মিঠুন চক্রবর্তীর কথায়, “মৃত ডাক্তারের পরিবারের প্রতি আমার সমবেদনা। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের যত দ্রুত সম্ভব শাস্তি হোক, এটাই আমার কামনা।”
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mithun Chakraborty On RG Kar Case: 'বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলছি...' আরজি কর কাণ্ডে গর্জে উঠলেন মিঠুন চক্রবর্তী
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement