Actor Death: চলে গেলেন জনপ্রিয় কৌতুকাভিনেতা! হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকাই চিরবিদায়, শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে

Last Updated:

Actor Death: ২০০২ সালে ধনুষের সঙ্গে ‘থুল্লুভাধো ইলামাই’ ছবিতে প্রথম আত্মপ্রকাশ বড়পর্দায়। হিট কমেডি শো, ‘লোল্লু সভা’-তে তাঁর চরিত্র জনপ্রিয় হওয়ার পর লক্ষ্মী নারায়ণ তামিলনাড়ুর ঘরে ঘরে পরিচিত নাম তিনি।

চলে গেলেন লক্ষ্মী নারায়ণ সেসু
চলে গেলেন লক্ষ্মী নারায়ণ সেসু
চেন্নাই: চলে গেলেন লক্ষ্মী নারায়ণ সেসু। কাছের মানুষদের কাছে তিনি লোল্লু সভা সেশু। গতকাল, মঙ্গলবার, ২৬ মার্চ চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স ছিল ৬০ বছর। গত ১৫ মার্চ হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
২০০২ সালে ধনুষের সঙ্গে ‘থুল্লুভাধো ইলামাই’ ছবিতে প্রথম আত্মপ্রকাশ বড়পর্দায়। হিট কমেডি শো, ‘লোল্লু সভা’-তে তাঁর চরিত্র জনপ্রিয় হওয়ার পর লক্ষ্মী নারায়ণ তামিলনাড়ুর ঘরে ঘরে পরিচিত নাম তিনি। টেলিভিশন মিডিয়ায় কাজ করার পর সেসু একাধিক ছবিতে অভিনয় করেন। তিনি অভিনেতা-কমেডিয়ান সান্থানমের সঙ্গে একজোটে বহু কাজ করেছিলেন।
advertisement
advertisement
লক্ষ্মী নারায়ণের জনপ্রিয় ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্যগুলি হল ‘এ১’, ‘ডিক্কিলুনা’, ‘গুলুগুলু’, ‘নাই সেকার রিটার্নস’, ‘দ্রৌপদী’ এবং ‘ভাদাক্কুপট্টি রামাসামি’ ইত্যাদি। ২০২০ সালে স্বল্প দৈর্ঘের ছবি ‘অরোরা’তে শেষবার অভিনয় করেছিলেন। ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন তাঁরই ছেলে অভিলাষ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Actor Death: চলে গেলেন জনপ্রিয় কৌতুকাভিনেতা! হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকাই চিরবিদায়, শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement