Kingshuk Ganguly: অকালেই চলে গেলেন ‘রামপ্রসাদ’ খ্যাত অভিনেতা! শোকের ছায়া টলিপাড়ায়

Last Updated:

টেলিপাড়ায় ফের মৃত্যুর ছায়া। বাংলা সিরিয়ালের অতি পরিচিত মুখ কিংশুক গঙ্গোপাধ্যায়। বহু দিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। অনেক চিকিৎসাতেও হল না শেষরক্ষা।

কলকাতা: টেলিপাড়ায় ফের মৃত্যুর ছায়া। বাংলা সিরিয়ালের অতি পরিচিত মুখ কিংশুক গঙ্গোপাধ্যায়। বহু দিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। অনেক চিকিৎসাতেও হল না শেষরক্ষা। ২২ শে ডিসেম্বর না ফেরার দেশে চলে গেলেন ‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালের অভিনেতা!
টেলিফিল্ম, মেগা সিরিয়ালে বহু কাজ করেছেন কিংশুক। ‘আমার দুর্গা’, ‘করুণাময়ী রাণী রাসমণি’, ‘গুড্ডি’, ‘উমার সংসার’, ‘দেবী চৌধুরাণী’র মতো বহু মেগায় তিনি অভিনয় করেছেন। পাশাপাশি পরিচালনাও করেন। ‘দ্য হিউম্যানিটি’ নামে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি তিনি ২০২২ সালে পরিচালনা করেন।
advertisement
advertisement
কয়েক মাস আগেই ‘রামপ্রসাদ’ সিরিয়াল শুরু হয়েছে। সেই মেগাতেও তিনি কাজ। কাজে ফিরে তাঁর অনুভূতি ঠিক কী রকম তাও অভিনেতা সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি দিয়ে লেখেন, ‘অনেক দিন পর কাজে ফিরে । এমন প্রাপ্তি ও ভালো লাগে। সুদূর বেঙ্গালুরু থেকে আমার এক বন্ধু ও তার পরিবার আমার কাজটি দেখার সময়ে। টিভি স্ক্রিন থেকে এই ছবি টি আনন্দে শেয়ার করলো। আমি আপ্লুত।’
advertisement
কিংশুক গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অভিনেতা হৃতজিৎ চট্টোপাধ্যায়, দীপাঞ্জন ভট্টাচার্যরা। হৃতজিৎ চট্টোপাধ্যায় লেখেন, ‘ভাল থেকো দাদা। একসঙ্গে অনেক দিন কাজ করেছি আমরা। শুরুটাও হয়েছিল টেলিভিশনে আমাদের প্রথম কাজ ‘আমার দুর্গা’ সিরিয়ালে।’
advertisement
তাঁর দীর্ঘদিনের সহকর্মী কাঞ্চনা মৈত্রও লেখেন, ‘নিজের স্বপ্ন নিয়ে লড়াই করার মতো একজন মানুষ চলে গেল। যেখানে থেকো ভাল থেকো। আমি বিশ্বাস করি তাই বললাম, তোমার পরের জার্নিতে তোমার সব স্বপ্ন পূরণ হোক। রেস্ট ইন পিস বলব না, শুধু জানাবো যাত্রা শুভ হোক।’
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kingshuk Ganguly: অকালেই চলে গেলেন ‘রামপ্রসাদ’ খ্যাত অভিনেতা! শোকের ছায়া টলিপাড়ায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement