রোজার উপবাস ও কুরবানি নিয়ে মন্তব্য করে বিতর্কে ইরফান খান !
Last Updated:
চলছে রমজান মাস ৷ সামনেই ঈদ ৷ আর এই সময়েই ইসলামের কিছু প্রচলিত প্রথা নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়লেন অভিনেতা ইরফান খান ৷
#জয়পুর: চলছে রমজান মাস ৷ সামনেই ঈদ ৷ আর এই সময়েই ইসলামের কিছু প্রচলিত প্রথা নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়লেন অভিনেতা ইরফান খান ৷ সম্প্রতি জয়পুরে নিজের ছবি ‘মাদারি’র প্রচারে গিয়ে কুরবানি ও রোজার উপবাসকে সমালোচনা করে বসলেন ইরফান ৷ ইরফানের এই সমালোচনাকে মোটেই ভালোভাবে নিতে পারছেন না মুসলিম সম্প্রদ্বায়ের বহু মানুষ ৷ তা ঠিক কী বলেছেন ইরফান খান ?
শীঘ্রই মুক্তি পাবে ইরফান অভিনীত নতুন ছবি ‘মাদারি’ ৷ আর আপাতত, সেই ছবির প্রোমোশনে ব্যস্ত অভিনেতা ইরফান খান ৷ আর তারই মাঝে জয়পুরে ছবির প্রোমোশন করতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন ইরফান ৷ রোজা ও ঈদের কুরবানি সম্পর্কে ইরফান মন্তব্য করতে গিয়ে বললেন, ‘কুরবানির অর্থ নিজের প্রিয় কিছুকে উৎস্বর্গ করে দেওয়া ৷ কিন্তু আমরা বাজার থেকে ভেড়া বা ছাগল কিনে এনে তাকে বলি চড়াই ৷ এটাই কী কুরবানি ? কোনও আত্মিক সম্পর্ক ছাড়াই তো আমরা এদের কুরবানি দিচ্ছি ৷’
advertisement
শুধু কুরবানি নয়, ইরফান প্রশ্ন তোলেন রমজামের উপবাস নিয়েও ৷ ইরফান বলেন, ‘উপবাস নয়, আমার মনে হয় মুসলিমদের আত্মসমীক্ষা করা উচিত ৷ মহরমকে খেলা বানিয়ে ছেড়েছে ৷ মহরম দুঃখের দিন ৷ শোকপালন না করে তা নিয়ে মিছিল বার করা হয় ৷ ’
advertisement
অন্যদিকে ইরফানের এই মন্তব্যকে কড়া সমালোচনা করেছেন দেশের মুসলমি মৌলবীরা ৷ তাঁদের কথায়, ‘ধর্ম নিয়ে এরকম মন্তব্য প্রকাশ করার অধিকার ইরফানের নেই ৷ ইরফানের উচিত সিনেমায় মন দিয়ে কাজ করা ৷ ওটাই ইরফানের কাজ !’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 01, 2016 4:47 PM IST