রোজার উপবাস ও কুরবানি নিয়ে মন্তব্য করে বিতর্কে ইরফান খান !

Last Updated:

চলছে রমজান মাস ৷ সামনেই ঈদ ৷ আর এই সময়েই ইসলামের কিছু প্রচলিত প্রথা নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়লেন অভিনেতা ইরফান খান ৷

#জয়পুর: চলছে রমজান মাস ৷ সামনেই ঈদ ৷ আর এই সময়েই ইসলামের কিছু প্রচলিত প্রথা নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়লেন অভিনেতা ইরফান খান ৷ সম্প্রতি জয়পুরে নিজের ছবি ‘মাদারি’র প্রচারে গিয়ে কুরবানি ও রোজার উপবাসকে সমালোচনা করে বসলেন ইরফান ৷ ইরফানের এই সমালোচনাকে মোটেই ভালোভাবে নিতে পারছেন না মুসলিম সম্প্রদ্বায়ের বহু মানুষ ৷ তা ঠিক কী বলেছেন ইরফান খান ?
শীঘ্রই মুক্তি পাবে ইরফান অভিনীত নতুন ছবি ‘মাদারি’ ৷ আর আপাতত, সেই ছবির প্রোমোশনে ব্যস্ত অভিনেতা ইরফান খান ৷ আর তারই মাঝে জয়পুরে ছবির প্রোমোশন করতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন ইরফান ৷ রোজা ও ঈদের কুরবানি সম্পর্কে ইরফান মন্তব্য করতে গিয়ে বললেন, ‘কুরবানির অর্থ নিজের প্রিয় কিছুকে উৎস্বর্গ করে দেওয়া ৷ কিন্তু আমরা বাজার থেকে ভেড়া বা ছাগল কিনে এনে তাকে বলি চড়াই ৷ এটাই কী কুরবানি ? কোনও আত্মিক সম্পর্ক ছাড়াই তো আমরা এদের কুরবানি দিচ্ছি ৷’
advertisement
শুধু কুরবানি নয়, ইরফান প্রশ্ন তোলেন রমজামের উপবাস নিয়েও ৷ ইরফান বলেন, ‘উপবাস নয়, আমার মনে হয় মুসলিমদের আত্মসমীক্ষা করা উচিত ৷ মহরমকে খেলা বানিয়ে ছেড়েছে ৷ মহরম দুঃখের দিন ৷ শোকপালন না করে তা নিয়ে মিছিল বার করা হয় ৷ ’
advertisement
অন্যদিকে ইরফানের এই মন্তব্যকে কড়া সমালোচনা করেছেন দেশের মুসলমি মৌলবীরা ৷ তাঁদের কথায়, ‘ধর্ম নিয়ে এরকম মন্তব্য প্রকাশ করার অধিকার ইরফানের নেই ৷ ইরফানের উচিত সিনেমায় মন দিয়ে কাজ করা ৷ ওটাই ইরফানের কাজ !’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রোজার উপবাস ও কুরবানি নিয়ে মন্তব্য করে বিতর্কে ইরফান খান !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement