corona virus btn
corona virus btn
Loading

মুম্বইয়ে শেষকৃত্য সম্পন্ন প্রয়াত অভিনেতা ইরফান খানের, শোকস্তব্ধ বলিউড থেকে টলিউড

মুম্বইয়ে শেষকৃত্য সম্পন্ন প্রয়াত অভিনেতা ইরফান খানের, শোকস্তব্ধ বলিউড থেকে টলিউড
ইরফান খান ৷ ফাইল ছবি ৷

তাঁর প্রয়াণে অপূরণীয় ক্ষতি হয়েছে চলচ্চিত্র জগতের

  • Share this:

#মুম্বই: শোকের আবহ গোটা চলচ্চিত্র জগতে ৷ বলিউডের অন্যতম প্রখ্যাত অভিনেতা ইরফান খান প্রয়াত হয়েছেন ৷ বলিউডের ছোট থেকে বড় সব ধরনের শিল্পীরা শোকপ্রকাশ করেছেন ৷ এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোকপ্রকাশ করেছেন ৷ মঙ্গলবার পেটে সংক্রমণ নিয়ে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৫৩ বছর বয়সী এই অভিনেতা ৷ ২০১৮ সাল থেকেই মারণ ক্যান্সারের বিরুদ্ধে লড়ছিলেন ৷ বুধবার দুপুর ৩টেয় মুম্বইয়ের বার্সোভায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে ৷

গত শনিবারই তাঁর মা সইদা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ৷ মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর ৷ করোনা ভাইরাসের কারণে সারা দেশে লকডাউন চলছে শেষকৃত্যে উপস্থিত হতে পারেননি ৷ ভিডিও কলের মাধ্যমে মাকে শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন ৷ তারপর থেকেই মন ও শরীর দুইই ভাল ছিলনা ৷ ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে নিয়মিত মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়মিত চিকিৎসায় যেতেন ৷ ২০১৭ সালে প্রথম প্রকাশ্যে আসে তিনি ক্যান্সারে আক্রান্ত আক্রান্ত ৷ সেই থেকেই কাজে ক্রমাগত ছেদ পড়তে থাকে বিদেশে গিয়েছিলেন ক্যান্সারের চিকিৎসা করতে ৷

আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছিলেন ইরফান ৷ তিনি অসময়ে পাশে থাকার জন্য বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন ও সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়েছিলেন ৷ অবশেষে সব লড়াই শেষ চোখের জলে বিদায় প্রিয় অভিনেতার ৷ তাঁর প্রয়াণে বলিউডে এক বড় শূন্যতার সৃষ্টি হল সেটি আর বলার অপেক্ষা রাখেনা ৷

First published: April 29, 2020, 3:55 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर