Gourab Roy Chowdhury: নতুন ভূমিকায় গৌরব, অভিনেতা থেকে পরিচালক হলেন ‘রাঙা বউ’-এর নায়ক, জানালেন অভিজ্ঞতা

Last Updated:

Gourab Roy Chowdhury: গৌরবের একটাই আশা, দর্শক তাঁকে অভিনেতা হিসেবে যতটা ভালবেসেছেন, তাঁর এই সত্তাটিকেও ঠিক ততটাই গ্রহণ করে নেবেন। আগামী দিনে ডিজিটালে আরও কাজ করার ইচ্ছে গৌরবের। এখন শুধু পরিশ্রম এবং সময়ের উপর ভরসা।

পরিচালকের ভূমিকায় অভিনেতা গৌরব রায়চৌধুরী
পরিচালকের ভূমিকায় অভিনেতা গৌরব রায়চৌধুরী
কলকাতা: দিনে মাত্র ২৪টা ঘণ্টা, কিন্তু ওই কয়েকটা ঘণ্টাতেই কত কী করে ফেলেছেন অভিনেতা গৌরব রায়চৌধুরী। অভিনয়, এডিটিং, পরিচালনা, নতুন নতুন আইডিয়ার জন্ম দেওয়া, গৌরব তার মানে একাই একশো। ‘রাঙা বউ’-এর নায়কের এত রূপের কথা তো জানতেনই না তাঁর অনুরাগীরা।
হঠাৎই ইনস্টাগ্রামে চোখে পড়ে গৌরবের নতুন বিজ্ঞাপন মুক্তি পেয়েছে। তাতে পর্দায় কেবল অভিনয়ই করছেন না তিনি। একইসঙ্গে তার পরিচালনার দায়িত্বও তাঁরই কাঁধে ছিল। শুধু তা-ই নয়, প্রযোজনার যাবতীয় গুরুভার নিতে হয়েছে তাঁকেই। শুরুর দিকে বিজ্ঞাপন সংস্থার কর্ণধাররাও বেশ সন্দেহ প্রকাশ করেছিলেন। একা গৌরব বিজ্ঞাপন তৈরির সমস্ত ভূমিকায়? সামলাতে পারবেন তো? কিন্তু গৌরব করে দেখালেন। খুশি করলেন তাঁর ক্লায়েন্টকে।
advertisement
advertisement
advertisement
পরিচালনা নিয়ে নিউজ18 বাংলার সঙ্গে কথা বললেন অভিনেতা। গৌরবের কথায়, ‘‘অভিনয় করতে করতে ক্যামেরার পিছনে বিভিন্ন কাজকর্ম করছিলাম। ভিডিও সম্পাদনা থেকে শুরু করে বিভিন্ন প্রচারের কাজ করা, সবই করছিলাম। নিজের শখে। আর আজ আমার ছোট্ট একটা হাউস ‘ওয়াইজ ডাক’ থেকে এই বিজ্ঞাপনটি বানিয়েছি। আমার টিমটাও এখন খুবই ছোট। একাধিক সংস্থার ডিজিটাল প্রোমোশনের দায়িত্ব নিয়েছি। অভিনেতা হিসেবে দর্শকরা আমাকে এত ভালবাসা দিয়েছেন বলেই নিজের প্রতি বিশ্বাস তৈরি হয়েছে।’’
advertisement
বিজ্ঞাপনে গৌরব ছাড়াও অভিনয় করেছেন শ্রীময়ী ঘোষ এবং খুদে শিল্পী গুবলু। ক্যামেরার দায়িত্বে ছিলেন সায়ন সিনহা রায়, আবহ সামলেছেন সপ্তক সানাই দাস, প্রোডাকশনের দায়িত্বে মেঘা চট্টোপাধ্যায় এবং হেয়ার-মেকআপ করেছেন চিরঞ্জিৎ বিশ্বাস ও শাশ্বত দেবনাথ।
advertisement
গৌরবের একটাই আশা, দর্শক তাঁকে অভিনেতা হিসেবে যতটা ভালবেসেছেন, তাঁর এই সত্তাটিকেও ঠিক ততটাই গ্রহণ করে নেবেন। আগামী দিনে ডিজিটালে আরও কাজ করার ইচ্ছে গৌরবের। এখন শুধু পরিশ্রম এবং সময়ের উপর ভরসা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Gourab Roy Chowdhury: নতুন ভূমিকায় গৌরব, অভিনেতা থেকে পরিচালক হলেন ‘রাঙা বউ’-এর নায়ক, জানালেন অভিজ্ঞতা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement