#কলকাতা: বর্ষীয়ান অভিনেতা গৌতম দে প্রয়াত ৷ দীর্ঘদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন ৷ক্যানসারে আক্রান্ত ছিলেন এই অভিনেতা ৷ বেশ কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থতা নিয়েই তিনি শুটিং করছিলেন ৷ সোমবার সকাল ৭টা নাগাদ শহরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তিনি রেখে গেলেন স্ত্রী ও এক মেয়েকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর ৷
আরও পড়ুন: হায় রে! শুটিং ফ্লোরে থেকেও কিছুই বুঝিনি : মধুমিতা
তিনি দীর্ঘদিন ধরে বাংলা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন ৷ এবং বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছিল তাঁকে ৷ এর পাশাপাশি এই মুহূর্তে ‘করুণাময়ী রানি রাসমণি’, ‘হৃদয়হরণ বিএ পাস’ নামে দুটি ধারাবাহিকে কাজ করছিলেন তিনি ৷ এই মুহূর্তে, বাংলার নির্ভরযোগ্য এক অভিনেতাকে হারাল টালিগঞ্জ এমনটাই জানিয়েছেন এক পরিচালক ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Actor, Gautam Dey