অভিনেতা গৌতম দে প্রয়াত

File Photo

File Photo

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: বর্ষীয়ান অভিনেতা গৌতম দে প্রয়াত ৷ দীর্ঘদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন ৷ক্যানসারে আক্রান্ত ছিলেন এই অভিনেতা ৷ বেশ কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থতা নিয়েই তিনি শুটিং করছিলেন ৷ সোমবার সকাল ৭টা নাগাদ শহরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তিনি রেখে গেলেন স্ত্রী ও এক মেয়েকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর ৷

    আরও পড়ুন: হায় রে! শুটিং ফ্লোরে থেকেও কিছুই বুঝিনি : মধুমিতা

    তিনি দীর্ঘদিন ধরে বাংলা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন ৷ এবং বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছিল তাঁকে ৷ এর পাশাপাশি এই মুহূর্তে ‘করুণাময়ী রানি রাসমণি’, ‘হৃদয়হরণ বিএ পাস’ নামে দুটি ধারাবাহিকে কাজ করছিলেন তিনি ৷ এই মুহূর্তে, বাংলার নির্ভরযোগ্য এক অভিনেতাকে হারাল টালিগঞ্জ এমনটাই জানিয়েছেন এক পরিচালক ৷

    গৌতমবাবু ‘জন্মভূমি’ ছাড়াও গৌতমবাবু অভিনয় করেছেন ‘তিথির অতিথি’, ‘ধ্যাত্ তেরিকা’, ‘এ কোন সকাল’, ‘লাবণ্যের সংসার’, ‘খুঁজে বেড়াই কাছের মানুষ’ এবং আরও অনেক সিরিয়ালে।প্রয়াত  অভিনেতার বিখ্যাত নাটকগুলি হল-  ‘সাবাস পেটোপাঁচু’, ‘দম্পতি’,‘বৈশাখি ঝড়’। ইন্দর সেন পরিচালিত টেলি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন দুনিয়ায় পা রাখেন গৌতমবাবু।আরও পড়ুন: নিজের চোখে দেখেছি, প্রচণ্ড অসুস্থতা নিয়েই শুটিং করে গিয়েছেন : দিতিপ্রিয়া রায়

     কাজ করেছেন রবি ঘোষ, মনোজ মিত্র, দুলাল লাহিড়ি, দিলীপ রায়, লিলি চক্রবর্তী, শুভেন্দু চট্টপাধ্যায়ের মতো বিখ্যাত অভিনেতাদের সঙ্গে।
    First published:

    Tags: Actor, Gautam Dey