অভিনেতা গৌতম দে প্রয়াত
Last Updated:
#কলকাতা: বর্ষীয়ান অভিনেতা গৌতম দে প্রয়াত ৷ দীর্ঘদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন ৷ক্যানসারে আক্রান্ত ছিলেন এই অভিনেতা ৷ বেশ কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থতা নিয়েই তিনি শুটিং করছিলেন ৷ সোমবার সকাল ৭টা নাগাদ শহরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তিনি রেখে গেলেন স্ত্রী ও এক মেয়েকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর ৷
advertisement
তিনি দীর্ঘদিন ধরে বাংলা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন ৷ এবং বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছিল তাঁকে ৷ এর পাশাপাশি এই মুহূর্তে ‘করুণাময়ী রানি রাসমণি’, ‘হৃদয়হরণ বিএ পাস’ নামে দুটি ধারাবাহিকে কাজ করছিলেন তিনি ৷ এই মুহূর্তে, বাংলার নির্ভরযোগ্য এক অভিনেতাকে হারাল টালিগঞ্জ এমনটাই জানিয়েছেন এক পরিচালক ৷
advertisement
গৌতমবাবু ‘জন্মভূমি’ ছাড়াও গৌতমবাবু অভিনয় করেছেন ‘তিথির অতিথি’, ‘ধ্যাত্ তেরিকা’, ‘এ কোন সকাল’, ‘লাবণ্যের সংসার’, ‘খুঁজে বেড়াই কাছের মানুষ’ এবং আরও অনেক সিরিয়ালে।
advertisement
প্রয়াত অভিনেতার বিখ্যাত নাটকগুলি হল- ‘সাবাস পেটোপাঁচু’, ‘দম্পতি’,‘বৈশাখি ঝড়’। ইন্দর সেন পরিচালিত টেলি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন দুনিয়ায় পা রাখেন গৌতমবাবু।
advertisement
কাজ করেছেন রবি ঘোষ, মনোজ মিত্র, দুলাল লাহিড়ি, দিলীপ রায়, লিলি চক্রবর্তী, শুভেন্দু চট্টপাধ্যায়ের মতো বিখ্যাত অভিনেতাদের সঙ্গে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 24, 2018 10:22 AM IST