পার্টিতে মদ খেয়ে ঝামেলা পাকালেন ফাওয়াদ খান !
Last Updated:
লোকে তাঁকে জানত শান্ত স্বভাবের নায়ক হিসেবেই ৷ কথাটা অবশ্য খুব একটা মিথ্যেও নয় ৷
#মুম্বই: লোকে তাঁকে জানত শান্ত স্বভাবের নায়ক হিসেবেই ৷ কথাটা অবশ্য খুব একটা মিথ্যেও নয় ৷ শ্যুটিং ফ্লোরে ফাওয়াদ খানের মতো শান্ত থাকেন না কোনও হিরো ! কিন্তু সেই ফাওয়াদ খানই যে এরকমটি ঘটিয়ে ফেলবেন তা বুঝতে পারেনি কেউ-ই ! কিন্তু কী আর করা যাবে, ঘটনাটি তো আসলে ঘটেই গিয়েছে !
কাণ্ডটা হল, সম্প্রতি মুম্বইয়ে হয়ে গিয়েছে ইন্ডিয়ান ক্যুতর উইক ৷ আর এই ক্যুতর উইকে পাশে দীপিকাকে নিয়ে মণীশ মালহোত্রার পোশাকে দেখা গেল ফাওয়াদ খানকে ৷ দীপিকা ও ফাওয়াদ নজর কেড়েছিল গোটা ফ্যাশন ইভেন্টে ৷ কিন্তু শো শেষে আফটার পার্টিতে ঘটল এমন এক ঘটনা ৷ যা হতবাক করে দিল সব্বাইকে ৷ আর ঘটনাটি ঘটালেন ফাওয়াদ খান ৷
advertisement
জানা গিয়েছে, শো শেষে দীপিকা নাকি বাড়িতে রওনা দিলেও, আফটার পার্টিতে যোগ দিতে রয়েছেন ফাওয়াদ খান ৷ আর সেই পার্টিতেই করে বসেন বিপত্তি !
advertisement
পার্টিতে ফাওয়াদ নাকি একটু বেশিই মদ পান করে ফেলেন ৷ আর ফলাফল, অতিরিক্ত চিৎকার করতে থাকেন ৷ এমনকী, অভব্য আচরণ করতে থাকেন পার্টিতে আসা অতিথিদের সঙ্গে ৷ ঝামেলা শুরু করেন বাউন্সারদের সঙ্গেও ৷ পরে অবশ্য মণীশ মালহোত্রা পুরো ব্যাপারটা সামলে নেন ৷ ফাওয়াদ অবশ্য পরে এই ব্যাপারে ক্ষমা চেয়েছেন মণীশের কাছে !
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 31, 2016 3:43 PM IST