হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা দীপঙ্কর দে
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা দীপঙ্কর দে ৷ শুক্রবার অসুস্থতার কারণে তাঁকে ভর্তি করা হয়েছিল বেসরকারি এক হাসপাতালে ৷
#কলকাতা: হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা দীপঙ্কর দে ৷ শুক্রবার অসুস্থতার কারণে তাঁকে ভর্তি করা হয়েছিল বেসরকারি এক হাসপাতালে ৷ চিকিৎসকরা জানিয়েছেন, দীপঙ্কর দে এখন বিপদ মুক্ত, সুস্থই আছেন তিনি ৷ অভিনেতাকে সোমবার সন্ধে সাড়ে আটটা নাগাদ তাঁকে ছাড়া হয় হাসপাতাল থেকে ৷
দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে থাকার পর বৃহস্পতিবার ৭৫ বছর বয়সী অভিনেতা দীপঙ্কর দে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে। বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াতেও হইচই পড়ে যায় ৷ কিন্তু বিয়ের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অসুস্থ হয়ে পড়েছিলেন দীপঙ্কর দে। দীর্ঘদিন ধরেই সিওপিডি'র সমস্যায় ভুগছেন দীপঙ্করবাবু। শুক্রবার দুপুরের দিকেই তাঁর শ্বাসকষ্টের সমস্যা বাড়তে থাকে। এরপর আর কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ চিকিৎসা চলছে অভিনেতার ৷
advertisement
বহু বছর ধরে একসঙ্গে লিভ ইন রিলেশনশিপে থাকার পর অবশেষে আইনি স্বীকৃতি পেয়েছে অভিনেতা দীপঙ্কর দে ও অভিনেত্রী দোলন রায়ের ‘সম্পর্ক’ ৷ স্বভাবতই, এই বিয়েতে খুশি পাত্র ও পাত্রী ৷ সমান খুশি পাত্র ও পাত্রী পক্ষও ৷ তবে বিয়ের পরদিনই বিপত্তি ৷ অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা দীপঙ্কর দে ৷ তবে এখন সুস্থ আছেন অভিনেতা ৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 20, 2020 10:58 PM IST