Dev: বড়মার মন্দিরে পুজো দিলেন দেব-ইধিকা, 'রঘু ডাকাত' ছবির প্রমোশনে এসে যা বললেন অভিনেতা...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Dev: নৈহাটির বড়মার মন্দিরে আজ রঘু ডাকাত ছবির প্রমোশনে এসেছিলেন অভিনেতা দেব অধিকারী ও অভিনেত্রী ইধিকা পাল।
অরুণ ঘোষ, নৈহাটি: নৈহাটির বড়মা মন্দিরে আজ রঘু ডাকাত ছবির প্রমোশনে এসেছিলেন অভিনেতা দেব অধিকারী ও অভিনেত্রী ইধিকা পাল। রঘু ডাকাত ছবির প্রমোশনে এসে সংবাদমাধ্যমের সামনে দেব বলেন ছবির জন্য তিনি মাকে পুজো দিলেন।
বড়মা খুবই জাগ্রত। এখানে পুজো দিলেই আলাদা একটা শান্তি আসে মনে। যেভাবে চারিদিকে প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধ অশান্তি হচ্ছে তা যেন বন্ধ হয় সেই প্রার্থনাই করেছেন এছাড়াও এরপরে আরও ভাল ভাল ছবি নিয়ে আসার কথা তিনি দেন।
আরও পড়ুন-‘পেটে তখন জান, গর্ভাবস্থায় খেতে দেয়নি, আমাকে ছেড়ে বোনের সঙ্গেই…’ কুমার শানুর নোংরা কেচ্ছা ফাঁস প্রাক্তন স্ত্রী’র
তবে এদিন রঘু ডাকাত ছবি নিয়ে কুনাল ঘোষের করা কিছু মন্তব্যের বিরোধিতা করে দেব বলেন কুনাল ঘোষ তার অত্যন্ত কাছের ব্যক্তি এবং গুরুজন।তিনি কি মন্তব্য করেছেন না করেছেন সেটা নিয়ে তেমন কিছুই ভাবছেন না তিনি তবে তিনি একটা বিস্ফোরক মন্তব্য করেন বন্ধু হতে যেমন যোগ্যতার প্রয়োজন শত্রু হতেও ঠিক একই ভাবে যোগ্যতার প্রয়োজন হয়।
advertisement
advertisement
আরও পড়ুন-আগামী ২৪ ঘণ্টা আরও ভয়ঙ্কর…! তুলকালাম ঝড়-বৃষ্টিতে ভাসবে কলকাতা? রাজ্যে তুমুল দুর্যোগ, IMD দিল বড় আপডেট
এরা যা করছে তাদেরকে সেটা করতে দেওয়াই সব থেকে বুদ্ধিমানের কাজ। দেব তার নিজের কাজ নিজেই করবেন। এবং পরবর্তীতে আরো সিনেমা বানাবেন ও মানুষকে এভাবেই আনন্দ দিতে থাকবেন। বাংলা ছবিকে যেন শুধুমাত্র ভারতীয় ছবি বলা হয়। তবে তিনি এও বলেন মায়ের মন্দিরে এসেছি তাই মা যেন সবাইকে সৎ বুদ্ধি দেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 25, 2025 5:46 PM IST