হোম /খবর /বিনোদন /
মাদকচক্রে যোগ, মুখ ঢেকে NCB-এর অফিসে অর্জুন রামপালের গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা

মাদকচক্রে যোগ, মুখ ঢেকে NCB-এর অফিসে অর্জুন রামপালের গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা !

Photo: PTI

Photo: PTI

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলা থেকে গোটা কাণ্ডই ঘুরে গেল একশো আশি ডিগ্রি

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলা থেকে গোটা কাণ্ডই ঘুরে গেল একশো আশি ডিগ্রি ৷ তারপর প্রথম গ্রেফতার সুশান্ত প্রেমিকা রিয়া চক্রবর্তী ৷ তাও আবার মাদক চক্রে যোগ থাকার জন্য ৷ তারপর তো গোটা দেশ দেখল, বলিউড ও তার সেলেবদের মাদকচক্রের সঙ্গে যোগাযোগের কাণ্ড ৷ একে একে ঝুলি থেকে বেরিয়ে পড়ল দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীতের মতো নাম ৷আর এবার তো এনসিবি-র হিট লিস্টের মুখে পড়লেন অর্জুন রামপাল ও তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলা !সম্প্রতি এনসিবি হানা দিয়েছিল অর্জুন রামপালের বাড়িতে ৷ অভিনেতার বাড়িতে তল্লাশির পর অর্জুন রামপাল ও তাঁর গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে এনসিবি ৷ বুধবার মুখ ঢেকে এনসিবির দফতের যান গ্যাব্রিয়েলা ৷ দীর্ঘক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়৷গ্যাব্রিয়েলার ভাইয়ের কারণেই NCB’র সন্দেহের তালিকায় রয়েছেন অর্জুন রামপাল ও তাঁর গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা ৷

Published by:Akash Misra
First published:

Tags: Arjun Rampal, Bollywood