#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলা থেকে গোটা কাণ্ডই ঘুরে গেল একশো আশি ডিগ্রি ৷ তারপর প্রথম গ্রেফতার সুশান্ত প্রেমিকা রিয়া চক্রবর্তী ৷ তাও আবার মাদক চক্রে যোগ থাকার জন্য ৷ তারপর তো গোটা দেশ দেখল, বলিউড ও তার সেলেবদের মাদকচক্রের সঙ্গে যোগাযোগের কাণ্ড ৷ একে একে ঝুলি থেকে বেরিয়ে পড়ল দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীতের মতো নাম ৷আর এবার তো এনসিবি-র হিট লিস্টের মুখে পড়লেন অর্জুন রামপাল ও তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলা !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arjun Rampal, Bollywood