বুকে যন্ত্রণা, হাসপাতালে ভর্তি জনপ্রিয় বলিউড অভিনেতা-গায়ক অন্নু কাপুর
- Published by:Rukmini Mazumder
Last Updated:
আপাতত অন্নু কাপুরের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল
বুকে যন্ত্রণা নিয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয় জনপ্রিয় বলিউড অভিনেতা ও সঙ্গীতশিল্পী অন্নু কাপুরকে। বর্তমানে তিনি দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন। প্রথমে খবর ছড়ায় অন্নু কাপুরের হার্ট অ্যাটাক হয়েছে। তবে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক এই জল্পনা নাকচ করে দেন। হাসপাতালের চেয়ারম্যান ডঃ অজয় স্বরূপ জানান, '' আপাতত অন্নু কাপুরের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। তিনি সুস্থ হচ্ছেন।''
২০১১ সালে বলি তারকা প্রিয়ঙ্কা চোপড়ার সমালোচনা করে খবরের শিরোনামে আসেন অন্নু কাপুর। বিশাল ভরদ্বাজের ছবি 'সাত খুন মাফ'-এর প্রচারে অন্নু বলেন, ‘‘আমি সুন্দর দেখতে নই বলে প্রিয়ঙ্কা আমার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজি হননি। আমি নায়কোচিত দেখতে হলে তিনি নাকচ করতেন না। অন্য নায়কদের সঙ্গে কিন্তু ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন তিনি।’’ পালটা মুখ খোলেন প্রিয়াঙ্কাও! তিনি বলেন, '' কারও যদি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করাটাই উদ্দেশ্য থাকে, এবং তার জন্য জঘন্য মন্তব্য করতে থাকেন, তবে তাঁর শুধু সেই ধরনের ছবিতেই অভিনয় করা উচিত।’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2023 8:59 PM IST