#কলকাতা: দেখুন দেখি কী কাণ্ড ! একে তো প্রেমিকার জন্মদিন, তারপর মারণ ভাইরাস করোনার জেরে গোটা দেশে লকডাউন ৷ বাইরে বেরিয়ে যে প্রেমিকার জন্মদিন জমিয়ে পালন করবে, তারও উপায় নেই ৷ কী আর উপায় ৷ তাই সকাল সকালই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিলেন নায়ক !
এই কাণ্ডটা ঘটিয়েছেন অভিনেতা অঙ্কুশ ৷ তাঁর প্রেমিকা অভিনেত্রী ঐন্দ্রিলাকে সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে দিয়েই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ সঙ্গে অল্প হলেও দুঃখ প্রকাশ করেছেন অঙ্কুশ ৷
তা কী লিখলেন অঙ্কুশ ?
ঐন্দ্রিলার সঙ্গে একটি ছবি পোস্ট করে অঙ্কুশ লিখলেন, ‘শুভ জন্মদিন ৷ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটার ৷ সত্যিই এমন এক সময় দিয়ে যাচ্ছি আমরা, যে এই দিনটা অদ্ভুত কাটছে ৷ তবে চিন্তা নেই ৷ এরই মাঝে এই দিনটাকে স্পেশাল করে তুলব ৷’
অঙ্কুশের এই পোস্টে উত্তরও দিলেন ঐন্দ্রিলা, তিনি লিখলেন, তুমিই আমার কাছে স্পেশাল....
দেখুন অঙ্কুশের পোস্ট---
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।