#কলকাতা: হৃতিক রোশনের বড়াবড়ই ফ্যান অঙ্কুশ ৷ এমনকী, অল্প-স্বল্প হৃতিকের নকলও করেন তিনি ৷ কখনও আদব-কায়দাতে, কখনও পেশি ফোলানোয়, কখনও আবার নাচের ভঙ্গিতে ৷ আর সেই হৃতিকের ফ্যান হওয়ার দোহাই দিয়েই জিমে কসরত করার ফাঁকে হৃতিকের গানে নেচে উঠলেন অঙ্কুশ ৷ আর নাচের ব্যাপারে বেছে নিলেন ‘ওয়ার’ ছবির ঘুঙরু গান !
করোনার জেরে লকডাউন প্রায় গোটা বিশ্ব ৷ সাধারণ থেকে সেলিব্রিটি প্রায় সবাই এখন ঘরবন্দি ৷ এই ঘরবন্দি দশায় নিজের মতো করে সময় কাটাচ্ছেন প্রায় সবাই ৷ একেই হয়তো বলে মিটাইম ৷ কেউ নাচছেন, কেউ গাইছেন, কেউ জিম করছেন ৷ সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছবি তুফানের মতো শেয়ার হয়ে চলেছে ৷ সেই তুফানের মধ্যেই অঙ্কুশও ঢুকে পড়ছেন রোজ ৷ আর এবার তো তিনি এলেন একেবারে হৃতিকের কায়দায় ৷
দেখুন অঙ্কুশের সেই ভিডিও---
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Actor, Ankush, Bollywood, Hrithik Rossan, Music, Social Media, War Movie