Abhishek Chatterjee : 'এ মৃত্যু কি অনিবার্য?' প্রয়াণের কিছুদিন আগেই এমন প্রশ্নই ছিল অভিষেকের
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Abhishek Chatterjee : কী চেয়েছি আর আর কী পেয়েছি হিসাব না মেলানোর থেকেই হয়তো এই প্রশ্ন করেছিলেন তিনি।
#কলকাতা: ‘মনে হচ্ছে আমি এক ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে আছি’, ‘এই সৃষ্টির শেষ কোথায়’?, ‘এ মৃত্যু কি অনিবার্য’? মৃত্যুর অনেক আগেই এই সব প্রশ্ন করেছিলেন অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee) । সময়ের ওঠাপড়ায় তার জীবনেরই প্রতিফলন এই প্রশ্ন। কী চেয়েছি আর আর কী পেয়েছি হিসাব না মেলানোর থেকেই হয়তো এই প্রশ্ন করেছিলেন তিনি। জীবনে চাওয়া-পাওয়ার বিষয়টি অভিষেককে নাড়া দিয়েছিল। তাই বছর না ঘুরতেই সংলাপই হয়ে ওঠে বাস্তব।
গত ২৪ মার্চ হঠাৎই অভিষেক (Abhishek Chatterjee) হৃগরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া ও তাঁর পরিজন। তাঁর মৃত্যুর পর অনেক কাটাছেঁড়া হয়েছে ব্যক্তিগত ও কর্মজীবন নিয়ে। উঠে এসেছে বঞ্চনার কথা। কিন্তু একজন শিল্পীর কাছে ঘটনার থেকেও বড় তাঁর কাজ। সেই কাজের মধ্যেই বেঁচে থাকেন শিল্পী। সেই কাজেরই স্বাক্ষর রেখে গেলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়।
advertisement
পঞ্চভূতে লীন নয়, পঞ্চভুজে বেঁচে থাকবেন অভিষেক। আগামী শনিবার, ৯ এপ্রিল বিকেল ৫ টায় নন্দনে অভিষেক চট্টোপাধ্যায়ের শেষ ছবি 'পঞ্চভুজ'-এর পোস্টার, গান ও ট্রেলার লঞ্চ। নব্বই দশকের সবথেকে ব্যস্ত অভিনেতা অভিষেকের (Abhishek Chatterjee) জীবনের শেষ ছবি যেন কিছুটা তাঁর নিজের জীবনেরই কথা বলে। রাঘব আশ্রমের প্রধান। আশ্রমের আবাসিকদের খুব কাছের মানুষ তিনি। তাঁর কাছে ভরসার ছায়া পায় আশ্রমের ছোট ছেলেমেয়েরা। এখানেই তারা লেখাপড়া শিখছে। একটু একটু করে বেড়ে উঠেছে। শহর থেকে দূরে এই আশ্রমের বাসিন্দা আরও কিছু মানুষ। যারা রাঘবের ছত্রছায়ায় শান্তি পান।
advertisement
advertisement

রাঘব একজন সৃজনশীল মানুষ। অধিকাংশ সময়েই তিনি থাকেন ভাবনার জগতে। তার চারপাশে রয়েছে কল্পনার রামধনু। তার চারপাশের চরিচত্ররা আশ্রয় পায় তার ভাবনার জগতে। সেখান থেকেই পেয়ে যায় সব সমস্যার সমাধান। তার ভাবনায় একজন ক্যানসার আক্রান্তও বাঁচার মানে খুঁজে পায়। আর এর মধ্যেই আনন্দ খুঁজে পায় রাঘব। কিন্তু আপাতদৃষ্টিতে সুখী এই মানুষটার জীবনেই রয়েছে অপূর্ণতা, সংকট, কিছু না পাওয়ার অভাব। কিন্তু কী সেই অভাব রাঘব কি পাবে পূর্ণতার আস্বাদ? উত্তর দেবে ‘পঞ্চভুজ’।
advertisement
আরও পড়ুন- নতুন ক্লাস শুরু, মনে পড়ছে বাবাকে! অভিষেকের মেয়ের পোস্ট দেখে আবেগে ভাসছে নেটিজেন
‘‘এক সময় বড়পর্দার সবথেকে ব্যস্ত নায়ক জীবনের শ্রেষ্ঠ কাজ করে গিয়েছেন এই ছবিতে। রাঘবের চরিত্র অভিষেক ছাড়া আর কেউ অভিনয় করতেই পারতেন না।’’ এমনটাই মনে করেন পরিচালক রানা বন্দ্যোপাধ্যায় । ক্যানসারের সঙ্গে লড়াই ও উত্তরণের পথ এই ছবির আর একটা দিক, যা প্রযোজক সৌমেন চট্টোপাধ্যায়ের এই ধরনের গল্প নিয়েই কাজ করার পরিকল্পনাকে বাস্তবায়িত করেছে। অভিষেক চট্টোপাধ্যায় ছাড়াও এই ছবিতে রয়েছেন কণীনিকা বন্দ্যোপাধ্যায় ও সোমা বন্দ্যোপাধ্যায়।
advertisement
শ্যামশ্রী সাহা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 07, 2022 2:48 PM IST