বাবাকে চিঠি পাঠালেন ছোট্ট আরাধ্যা, চিঠি পড়েই কেঁদে ফেললেন অভিষেক
Last Updated:
প্রায় দু’মাস ধরে সিনেমার শ্যুটিংয়ে কাশ্মীরে ব্যস্ত ছিলেন অভিষেক বচ্চন ৷
#মুম্বই: প্রায় দু’মাস ধরে সিনেমার শ্যুটিংয়ে কাশ্মীরে ব্যস্ত ছিলেন অভিষেক বচ্চন ৷ কথাই হচ্ছিল না ছোট্ট আরাধ্যার সঙ্গে৷ অন্যদিকে বাবাকে কাছে না পেয়ে আরাধ্যা ছটফট করছিল ৷ ঠিক এই সময়ই আরাধ্যা, অভিষেককে পাঠালেন চিঠি ৷ কাশ্মীর থেকে অফিসে ফিরে চিঠিটা সামনে পেয়ে, অভিষেকের চোখের জল বাঁধ মানল না !
advertisement
ছোট্ট একটা কাগজ ৷ আর তার ওপর লেখা, আই লাভ ইউ পাপা ৷ সঙ্গে আঁকা রয়েছে ছোট্ট হৃদয় ৷ আরাধ্যার কাছ থেকে প্রথম এমন কিছু উপহার পেলেন অভিষেক ৷ এই চিঠি পড়ে এমনটাই ইমোশনাল হয়ে পড়লেন অভিষেক, যে চোখের জলই থামাতেই পারলেন না অভিষেক ৷
advertisement
আপাতত, অভিষেক ব্যস্ত রয়েছেন অনুরাগ কাশ্যপের নতুন ছবি ‘মনমর্জিয়া’র শ্যুটিংয়ে ৷ ছবিটি একটি প্রেম কাহিনি ৷ যেখানে অভিষেককে দেখা যাবে এক পঞ্জাবি যুবকের চরিত্রে ৷
Location :
First Published :
April 26, 2018 2:02 PM IST