রমজানের সময় মেয়ের সঙ্গে এমন পোজ কেন! ইন্টারনেটে ট্রোলড আমির
Last Updated:
#নয়াদিল্লি: আমির খানের দাদা মনসুর আলি খানের ৬০ বছরের জন্মদিনে খানেদের গোটা পরিবার এক হয়েছিল। সেখানে আমিরে সঙ্গে হাজির ছিলেন তাঁর স্ত্রী কিরণ রাও, ছেলে আজাদ এবং মেয়ে ইরা ৷ আর সেখানেই ইরার সঙ্গে আমিরের খুনসুটি জুড়ে দেয় ৷ বাবা আর মেয়ের সেই মজার মুহূর্তের ছবি ক্যামেরায় বন্দি হয় ৷ আর সেই মিষ্টি মুহূর্তের ছবি নিজেই ফেসবুকে শেয়ার করেছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’৷ আর এরপর থেকেই শুরু হয় যত বিতর্ক ৷
ইন্টারনেটে শুরু হয়ে যায় নিন্দার ঝড় ৷ আমিরের এই ছবিটিকে তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় একজন মন্তব্য করেন যে , ‘‘আমির যেন ঈশ্বরকে অন্তত ভয় করেন এ রকম এক ঘটনার জন্য।’’ অন্যদিকে, বাবাকে এভাবে অসম্মান জানানো নিয়ে অনেকেই ইরার দিকে সমালোচনার তির ছুঁড়ে দিয়েছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ছবির পোস্ট করার অর্থ কী। কেউ আবার লেখেন, ‘‘মেয়ে তো কী হয়েছে, কমপক্ষে রমজানের সময় এমন পোজ না দিলে ভাল হত ৷
advertisement
আমির খানের সেই ফেসবুক পোস্ট
advertisement
তবে, আমিরের পাশেও এসে দাঁড়িয়েছেন অনেকে। অনেকেই বলেছেন,‘‘বাবা-মেয়ের মধ্যে খুনসুটি হচ্ছে, তা নিয়ে নেতিবাচক ভাবনার কী আছে।’’ অনেকেই বিতর্ককে কটাক্ষ করে বলেছেন , ‘‘বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে এরকম ঘৃণ্য় ভাবনা আসে কী করে?’’ ফলে সাম্প্রতিক এই বিতর্ক ঘিরে তৈরি হয়েছে এক লজ্জাজনক পরিস্থতি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 01, 2018 6:31 PM IST