Aamir Khan Daughter Marriage: মেয়ের বিয়ে, বাবার দুই বউ করছেন তোড়জোড়! বলিউড খানদের মধ্যে প্রথম শ্বশুর হচ্ছেন আমির খান

Last Updated:

Ira Khan-Nupur Shikhare Wedding : আমিরের জামাই নূপুর পেশায় একজন সেলিব্রিটি ফিটনেস প্রশিক্ষক। ইরার ফিটনেস প্রশিক্ষকও তিনি ছিলেন৷ ২০২০ সালে নূপুর এবং ইরাকে জিমে একসঙ্গেই দেখা যায়৷

মুম্বই: আমির খানের মেয়ে ইরা খানের বিয়ে৷ দীর্ঘদিনের বয়ফ্রেন্ড নুপুর শিখরেকে বিয়ে করছেন তিনি৷ তারই তোড়জোড় চলছে জোর কদমে৷ ৩রা জানুয়ারি, অর্থাৎ আজ হচ্ছে বিয়ে৷ প্রথমে রেজিস্ট্রি হবে ব্যান্ড্রার তাজ ল্যান্ডস এন্ডে৷ ঘনিষ্ঠ আত্মীয়রা উপস্থিত থাকবেন সেখানে৷ এরপর ৮ জানুয়ারি উদয়পুর প্যালেসে হবে বিয়ের অনুষ্ঠান৷ সেখান থেকে ফিরে এসে মুম্বইয়ে আবার বসবে একটি আসর, যেখানে আমন্ত্রিত বলিউডের সকলে৷ Jio ওয়ার্ল্ড সেন্টারে আয়োজিত হবে সেই অনুষ্ঠান৷ প্রায় ৯০০ জন অতিথি সমাগম হবে সেখানে৷ অর্থাৎ খান পরিবারের খানদানি বিয়ের মেয়াদ চলবে প্রায় আধা মাস!
আমিরের জামাই নূপুর পেশায় একজন সেলিব্রিটি ফিটনেস প্রশিক্ষক। ইরার ফিটনেস প্রশিক্ষকও তিনি ছিলেন৷ ২০২০ সালে নূপুর এবং ইরাকে জিমে একসঙ্গেই দেখা যায়৷
আরও পড়ুনActress Yogita Bali: কিশোর কুমারের ঘর ছেড়ে মিঠুনের সঙ্গে সংসার, মাকে নিয়ে যা বললেন মিঠুন পুত্র…
২০২২ সালের নভেম্বরে দুর্দান্ত আড়ম্বরের সঙ্গে বাগদান করেছিলেন। এই দম্পতি গত ৪ বছর ধরে একে অপরকে ডেট করছেন। এই সবের মধ্যেই ইরার দুটি থ্রোব্যাক ভিডিও বেশ ভাইরাল হচ্ছে।
advertisement
advertisement
রিনা এবং আমিরের মেয়ে ইরা৷ তাঁদের এক ছেলে রয়েছে৷ নাম জুনেইদ৷ এবার শ্বশুর হতে চলেছেন আমির৷ তিন খানের মধ্যে তিনিই প্রথম খান যিনি মেয়ের দিচ্ছেন৷ সলমনের বিয়েই হয়নি৷ শাহরুখের মেয়ে এখন কেরিয়ার নিয়ে ব্যস্ত৷ আমিরের মেয়ে আপাতত বিয়ে করছেন৷ এই বিয়ে নিয়ে তাঁর দুই স্ত্রীই ব্যস্ত৷ দেখা গিয়েছে ইরার মা রিনা দত্ত এবং আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওকেও৷ আমিকেও দেখা গিয়েছে একেবারে সাধারণ পোশাকে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
যদিও আমির ও রিনার বিবাহবিচ্ছেদ নিয়ে একসময় মুখ খোলেন ইরা৷ তিনি সেকথা এক সাক্ষাৎকারে খোলামেলা আলোচনাও করেন৷ যদিও তিনি স্পষ্টভাবে অস্বীকার করেছিলেন যে তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ তার হতাশার কারণ নয়।
আপাতত দুই স্ত্রীকে নিয়ে বিয়ের আসরে আমির৷ খান পরিবারে এখন খুশির হাওয়া৷
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aamir Khan Daughter Marriage: মেয়ের বিয়ে, বাবার দুই বউ করছেন তোড়জোড়! বলিউড খানদের মধ্যে প্রথম শ্বশুর হচ্ছেন আমির খান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement