নিরামিষ খেয়ে ‘হটেস্ট’ হলেন অনুষ্কা-আমির !

Last Updated:

নিরামিষ খান, সুস্থ থাকুন ! এ স্লোগান এখন বেশ পুরনো ৷ তার চেয়ে বরং এ বছর স্লোগান পালটে, নিরামিষ খান, হটেস্ট হয়ে উঠুন ৷ এরকমই এক কাণ্ড বলিউডে এবছর ঘটিয়েছেন আমির খান ও অনুষ্কা শর্মা ৷ নিরামিষ খাবার খেয়ে একেবারে হটেস্ট নায়ক-নায়িকার লিস্টে নাম তুলেছেন আমির-অনুষ্কা ৷

#মুম্বই: নিরামিষ খান, সুস্থ থাকুন ! এ স্লোগান এখন বেশ পুরনো ৷ তার চেয়ে বরং এ বছর স্লোগান পালটে, নিরামিষ খান, হটেস্ট হয়ে উঠুন ৷ এরকমই এক কাণ্ড বলিউডে এবছর ঘটিয়েছেন আমির খান ও অনুষ্কা শর্মা ৷ নিরামিষ খাবার খেয়ে একেবারে হটেস্ট নায়ক-নায়িকার লিস্টে নাম তুলেছেন আমির-অনুষ্কা ৷ পেটা-র (পিপল ফর দ্য এথিকাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেল) করা এক রিসার্চ অনুযায়ী, বলিউডে এরাই নাকি নিরামিষাশী সেরা নায়ক-নায়িকা ৷
বলিউডে নিরামিষ খাবার খাওয়াটা এখন একটা ট্রেন্ড৷ জন আব্রাহাম, অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, কঙ্গনা রানাওয়াত, শাহিদ কাপুর, আর মাধবন, ধনুষ সব্বাই নিরামিষ খাবারের দিকেই ঢলেছেন ৷ তবে পেটা সেরার তালিকায় এই সবাইকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন আমির-অনুষ্কাই ৷ অনুষ্কার কথায়, ‘খাদ্যাভাসটা সুস্থ জীবনের পক্ষে অত্যন্ত জরুরী ৷ আপনি কীরকম লাইফ লিড করছেন, আপনার ভবিষ্যত জীবনটা কীরকম হবে, সবই নির্ভর করছে আপনার খাদ্যের উপর ৷ তাই প্রচুর শাক-সবজি ও জল খাওয়া দরকার ৷ তাহলেই সার্বিক সুস্থ জীবন পাওয়া যায় ৷ ’ আমির খান মনে করেন, ‘শাক-সবজি এমন অনেক কিছু দিতে পারে, যা আমিষ খাবার থেকে পাওয়া সম্ভব নয় ৷ তাই ফিট থাকতে নিরামিষ খাওয়াটা অত্যন্ত জরুরী ৷’ পেটা-র তরফ থেকে জানানো হয়, আমির ও অনুষ্কাই প্রমাণ নিরামিষ খেয়ে সুস্থ ও সুন্দর থাকা যায় ৷ তাই এবছরের সেরা নিরামিষাশী সেলেব্রিটি আমির-অনুষ্কাই !
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
নিরামিষ খেয়ে ‘হটেস্ট’ হলেন অনুষ্কা-আমির !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement