Poonam Pandey: পুনমের ঘনিষ্ঠ বন্ধু! নাম জড়াতেই চরম বিপাকে বাংলার 'এই' গ্রামের ছেলে
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Poonam Pandey: পুনমের মৃত্যুর খবর ঘিরে বেজায় সমস্যায় পড়েছেন পশ্চিমবঙ্গের এক অখ্যাত গ্রামের যুবক। তাঁকে ফোন করে পুনমের খবর জানতে চাইছেন সকলে। রটে গিয়েছে ওই যুবক নাকি পুনমের ঘনিষ্ঠ বন্ধু। এতেই সমস্যা বেড়েছে তাঁর।
দক্ষিণ দিনাজপুর: পুনমের মৃত্যুর খবর ঘিরে বেজায় সমস্যায় পড়েছেন পশ্চিমবঙ্গের এক গ্রামের যুবক। শুক্রবার রাত থেকেই তাঁর কাছে আসছে একের পর এক ফোন। তাঁকে ফোন করে পুনমের খবর জানতে চাইছেন সকলে। রটে গিয়েছে ওই যুবক নাকি পুনমের ঘনিষ্ঠ বন্ধু। এতেই সমস্যা বেড়েছে তাঁর। বিখ্যাত মডেল পুনম পাণ্ডের মৃত্যুর খবর ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দু’দিন আগে পুনমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও শনিবার জানা যায় তিনি মারা যাননি। কিন্তু পুনমের মৃত্যুর খবর ঘিরে বেজায় সমস্যায় পড়েছেন পশ্চিমবঙ্গের এক অখ্যাত গ্রামের যুবক।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুরে থাকেন ধনঞ্জয় বর্মণ নামের এক যুবক। কলেজে পড়াশোনা করেন তিনি। পরিবারে আর্থিক অনটন থাকায় পড়াশোনার পাশাপাশি বালুরঘাটের একটি শপিংমলে কাজও করেন তিনি। তাঁরই নাম জড়িয়েছে পুনম পান্ডের সঙ্গে। শুক্রবার রাত থেকেই তাঁর কাছে আসছে একের পর এক ফোন। তাঁকে ফোন করে পুনমের খবর জানতে চাইছেন সকলে। রটে গিয়েছে ওই যুবক নাকি পুনমের ঘনিষ্ঠ বন্ধু। এতেই সমস্যা বেড়েছে তাঁর।
advertisement
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
advertisement
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
তাঁর সঙ্গে কবে পুনমের বন্ধুত্ব হয়েছিল, তা নিজেই ভেবে পাচ্ছে না ওই যুবক। এ বিষয়ে ধনঞ্জয় বলেছেন, “পুনম পাণ্ডেকে তো আমি চিনি না। এই প্রথম আমি তাঁর নাম শুনলাম। আমি ফেসবুকও ব্যবহার করি না। কাল থেকেই ১৫-২০টা নম্বর থেকে ফোন এসেছে। জিজ্ঞাসা করছে পুনম পাণ্ডে, নিকিতা শর্মার ব্যাপারে। বার বার ফোন আসছে। অতিষ্ঠ হয়ে যাচ্ছি।”
advertisement
গতকাল রাত থেকে গোপালপুরে ধনঞ্জয় বর্মনের কাছে একাধিক ফোন আসতে শুরু করেছে। যা নিয়ে একপ্রকার অতিষ্ঠ ওই যুবক। এমন পরিস্থিতিতে ওই যুবক কি করবেন তার কূল কিনারা পাচ্ছেন না। পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন বলেও জানিয়েছে ওই যুবক। আরও জানান, দুপুরে ১২টায় কাজে যান। বাড়ি ফেরেন রাত ১১ টায়। ফেসবুকেও অ্যাকাউন্ট নেই তাঁর। কিন্তু পুনমের কী খবর সে কথা জানতেই তাঁর কাছে আসছে একের পর এক ফোন। ফোনের অত্যাচার থেকে বাঁচতে পুলিশের দ্বারস্থ হওয়ার কথাও চিন্তা করছেন তিনি।
advertisement
সুস্মিতা গোস্বামী
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2024 3:51 PM IST