Amit Kumar birthday: অমিত কুমারের জন্মদিনে কলকাতায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান 'ফরএভার অমিত'
- Published by:Ratnadeep Ray
- Reported by:Manash Basak
Last Updated:
Amit Kumar birthday: অমিত কুমারের জন্মদিন উপলক্ষে ২ জুলাই, উত্তম মঞ্চে , সন্ধ্যা ৬টা থেকে আয়োজিত হয়েছে 'ফরএভার অমিত', গানে রূপঙ্কর বাগচী, সিধু, অনিন্দ্য বোস, চন্দ্রিমা ভট্টাচার্য্য।
কলকাতা: অমিত কুমার সঙ্গীত জগতের এক বিশিষ্ট সঙ্গীত শিল্পী। কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমার, রুমা গুহ ঠাকুরতার সন্তান অমিত কুমার। ‘বড়ে আচ্ছে লাগতে হ্যাঁয়’, ‘ইঁয়াদ আ রহি হ্যায়’, ‘জিনিসের দাম বেড়েছে’, ‘উঠে সাবকি কদম তারা রাম পাম পাম’, ‘যা পেয়েছি আমি তা চাই না’, ‘ইয়ে জমিন গা রহি হ্যায়’, ‘রোজ রোজ আখোঁ তলে’র মতো অনেক জনপ্রিয় গানের সাথে জড়িয়ে আছে অমিত কুমারের নাম। তাঁর জন্মদিন ৩ জুলাই।
কিশোর কুমার মজা করে বলতেন, তাঁর ছেলে নাকি ওঁনার থেকে এক মাস, এক দিনের বড়! কাজ করেছেন ইন্ডাস্ট্রির প্রায় সব সুরকারদের সঙ্গে। সলিল চৌধুরী, শঙ্কর- জয়কিশন, মদন মোহন, রাহুল দেব বর্মণ, লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল, বাপ্পি লাহিড়ী থেকে জিৎ গাঙ্গুলী, প্রীতম চক্রবর্তী-একাদিক প্রজন্মের হিট গান রয়েছে তাঁর কণ্ঠে।
advertisement
advertisement
অমিত কুমারের জন্মদিন উপলক্ষে ২ জুলাই, উত্তম মঞ্চে , সন্ধ্যা ৬টা থেকে আয়োজিত হয়েছে ‘ফরএভার অমিত’, গানে রূপঙ্কর বাগচী, সিধু, অনিন্দ্য বোস, চন্দ্রিমা ভট্টাচার্য্য। আয়োজনে অমিত কুমার ফ্যান ক্লাব। এই বছর আয়োজক সংস্থার কুড়ি বছর পূর্তি। অমিত কুমারের গানে সাজানো এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সঙ্গীত জগতের বহু বিশিষ্ট শিল্পীরা। অনুষ্ঠানের সাফল্য কামনা করেছেন স্বয়ং অমিত কুমার এবং কিশোর কুমারের পরিবারের সদস্যরা।
advertisement
কলকাতা এই শহরের সাথে এক নিবিড় সম্পর্ক শিল্পী অমিত কুমারের। তাই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন এই শহরেই করা হয়েছে বলে জানানো হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। খুশি অমিত কুমারের অনুরাগীরাও।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 30, 2024 11:53 PM IST