গান জুড়ে স্বামীকে কটাক্ষ! শাকিরার 'আউট অফ ইওর লিগ' ভাঙল ইউটিউব রেকর্ড
- Published by:Anulekha Kar
Last Updated:
বিচ্ছেদের গান 'আউট অফ ইওর লিগ'ই ভাঙল ইউটিউব রেকর্ড
নয়াদিল্লি: ২৪ ঘন্টায় ৬৩ মিলিয়ন ভিউ। কমেন্টের বন্যা নেটিজেনদের। বিচ্ছেদের গান 'আউট অফ ইওর লিগ'ই ভাঙল ইউটিউব রেকর্ড। শাকিরার নতুন গানে মাত হয়েছেন বহু মানুষ। মন ছুঁয়েছে আবাল বৃদ্ধ বনিতার।
গত ২৪ ঘন্টায় লাতিন আমেরিকার সবচেয়ে বেশি ভিউ পেয়েছে এই গান। গানের মাধ্যমেই প্রাক্তন স্বামীকে একাধিক খোঁচা মেরেছেন কলম্বিয়ার এই গায়িকা। গানের একাধিক শব্দে রয়েছে কটাক্ষ। তবুও শ্রোতাদের মন কেড়ে নিয়েছে এই গান। গত বছরেই বিবাহ বিচ্ছেদ হয়েছে শাকিরা ও স্পেনের সাবেক ফুটবলার জেরার্ড পিকের। ১১ বছরের সম্পর্কের ইতি হয়েছিল গত বছরই।
advertisement
advertisement
শুধু এই গানটিই নয় এর আগে মনোটোনিয়া নামক গানেও পিকের নাম না নিয়ে একাধিক সমালোচনা করেন এই গায়িকা। তবে 'আউট অফ ইওর লিগ' গানটির জনপ্রিয়তা ইতিমধ্যেই তুঙ্গে পৌঁছেছে। ২ দিনে ৪ লক্ষেরও বেশি কমেন্ট করা হয়েছে গানটিতে।
advertisement
২০১০ সালেও শাকিরার ফুটবল বিশ্বকাপের থিম সং 'ওয়াকা ওয়াকা' ঝড় তুলেছিল বিশ্বে। তাঁর এই গানে নেচে উঠেছিল সকলেই। এই গানের ভিডিও শুটের সময়তেই প্রাক্তন স্বামীর সঙ্গে পরিচয় হয় শাকিরার। পিকে ও শাকিরার ২ সন্তানও রয়েছে। তবে বিচ্ছেদের পর এবার গানের মাধ্যমেই নিজের ক্ষোভ উগরে দিচ্ছেন এই গায়িকা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2023 2:42 PM IST